৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

আমতলীতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বঙ্গবন্ধু’র মুরালে ফুল দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার আসন্ন ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় আমতলী পৌরসভা চত্ত¡রে ৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীরা নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন।
সোমবার সকাল ১০টায় আমতলী পৌরসভা চত্ত¡রে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পৌরসভা চত্ত¡র জনসমূদ্রে রূর নেয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত সভা হয়। উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা ঢাকা থেকে আগমন উপলক্ষে ৬টি ইউনিয়ন থেকে হাজারো জনতা মোটর সাইকেল শোভাযাত্রা সহকার প্রার্থীদের স্বাগত জানান। জনতার উদ্দেশ্যে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী গুলিশাখালী ইউনিয়নের এইচ এম মনিরুল ইসলাম, কুকুয়া ইউনিয়নের মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ, আঠারগাছিয়া ইউনিয়নের মোঃ হারুন অর রশিদ, হলদিয়া ইউনিয়নের মোঃ শহীদুল ইসলাম মৃধা, চাওড়া ইউনিয়নের মোঃ আখতারুজ্জামান বাদল খান ও আড়পাংগাশিয়া ইউনিয়নের সোহেলী পারভিন মালা।
হারুন অর রশিদ
আমতলী, বরগুনা।01717271159

সর্বশেষ