৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

আমতলী পৌরসভায় এক রাতে ৫বাড়ীতে চুরি !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডে ফায়ার সার্ভিস সংলগ্ন পূর্ব এবং পশ্চিম দিকের আবাসিক এলাকায় একই রাতে ৫টি বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় চোরের দল সিদ গৃহে প্রবেশ করে এ চুরি সংঘটিত করে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার বাসিন্দা মোঃ হায়দার আলী ফকির (দুলাল ফকির), আঃ লতিফ আকন্দ, মোঃ ইদ্রিস প্যাদা, মোঃ সিরাজ উদ্দিন মিস্ত্রী ও মোঃ সোহরাব হোসেন মিস্ত্রীর বাড়ীতে চোরের দল সিদ কেটে গৃহে প্রবেশ করে কাপড় চোপড়সহ ও বাড়ীতে থাকা মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে গেছে। একই রাতে ৫টি বাড়ীতে চুরির ঘটনা ঘটায় ওই এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্ধা ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ফকির বলেন, হঠাৎ করে পৌরসভার এরিয়ার মধ্যে চুরির ঘটনা বেড়ে গেছে। চুরি রোধে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের আরো তৎপর হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ ব্যাপারে আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন মুঠোফোনে জানান, খোজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ