৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

আল জাজিরার বিতর্কিত সংবাদের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সিলেট প্রতিনিধি :: কাতারভিত্তিক আন্তর্জাতিক গনমাধ্যম আল-জাজিরা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে জড়িয়ে বিতর্কিত সংবাদ প্রচারের প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিমের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) সিলেট নগরীর শাহজালাল উপশহর এবিসি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপশহর ই-ব্লক পয়েন্টে প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।
মহানগর আওয়ামী লীগ নেতা এস. এম ফয়ছল ছাদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম বলেন, এই চ্যানেলটি উগ্রবাদী মতাদর্শে পরিচালিত ও সেই রাজনৈতিক মতাদর্শের মুখপত্র। এই মিডিয়া নারীর ক্ষমতায়নের বিরোধী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ধর্মীয় উস্কানিমুলক ও বিভিন্ন দেশ বিরোধী সংবাদ ও তথ্য উপস্থাপনের অভিযোগে ২০১৫ সালে দেশটিতে বন্ধ করে দেওয়া হয় আল-জাজিরার সম্প্রচার।
১৯৯৬ সালে সম্প্রচার শুরুর পর থেকেই নানা সময় বিতর্কিত ও ভিত্তিহীন খবর প্রকাশের অভিযোগ ওঠে কাতারভিত্তিক এই টেলিভিশন নেটওয়ার্ক আল-জাজিরার বিরুদ্ধে। আঞ্চলিক প্রভাব বিস্তার ও আরব দেশগুলোতে সরকার পরিবর্তনের জন্য চ্যানেলটিকে ব্যবহার করতো কাতার সরকার। ২০০৯ সালের পর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে এই আল-জাজিরা সংবাদ মাধ্যম। তাদের সংবাদ পরিবেশনায় বর্তমান সরকার সম্পর্কে নেতিবাচক ও মিথ্যা খবর ছাড়া আর কোন খবর স্থান পায়না। এডভোকেট ছালেহ আহমদ সেলিম আল-জাজিরা টেলিভিশন কে বাংলাদেশ সরকারের কাছে অতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানান।
উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী এনাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাফরান জামিল, মহানগর যুবলীগ নেতা জাহির উদ্দিন, হুমায়ুন রশিদ সুমন, মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা হাজী বাহার উদ্দিন, জালাল উদ্দিন, সিরাজ উদ্দিন খান, জয়নুল হক, রেজওয়ান আহমদ, ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল চৌধুরী, সিদ্দিকুর রহমান, সাহেদ আহমদ পলাশ, শামীম আহমদ সাহেদ, ২২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এরশাদ আহমদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ, যুবলীগ নেতা মিন্নত আলী, রিপন আহমদ, তাহের আহমদ, কুনু মিয়া, শাহিন আহমদ হৃদয়, আরজু আহমদ প্রমুখ।

সর্বশেষ