৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ইলিয়াসপত্মীর গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গণসমাবেশের প্রচারণাকালে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সহধর্মিনী দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদির লুনার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। প্রচারণাকালে পুলিশ লুনার সাথে থাকা ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করেছে।

বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে তাহসীনা রুশদীর লুনা দলীয় নেতাকর্মী নিয়ে আগামী ১৯ নভেম্বর গণসমাবেশের প্রচারণা শুরু করেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে গাড়িতে ওঠার পর স্থানীয় কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী হামলা চালিয়ে তার গাড়ির গ্লাস ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ আহত হন। পরে গাড়ি নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে তিনি তাজপুর বাজারে গিয়ে লিফলেট বিতরণ করেন। তাজপুর থেকে তিনি দয়ামীর বাজারে যান। সন্ধ্যা ৬টায় সেখানে লিফলেট বিতরণকালে পুলিশ এসে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লুনার সাথে থাকা ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।
আটককৃতরা হলেন, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, ছাত্রদল নেতা নুরুল ইসলাম ও শাহেদ আহমদ।

এদিকে, গণমাধ্যমের কাছে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘ওসমানীনগরে ছাত্রলীগের কোনো কমিটি নেই। যত দূর শুনেছি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে অন্য আরেকটি পক্ষ তাহসীনা রুশদীর গাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মীর সম্পৃক্ততা নেই। বিএনপি মিথ্যা অভিযোগ করছে।’

ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন ছাত্রদলের দুই নেতাকে আটকের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রদলের ওই নেতা-কর্মীদের ঝামেলা হয়েছে। এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

সর্বশেষ