৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

উজিরপুরে দুই লম্পট কর্তৃক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে দুই লম্পট কর্তৃক গৃহবধুকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বামরাইলে ২২ আগষ্ট রাত সাড়ে ১০টায় বসতঘর থেকে এক গৃহবধুকে মুখ চেপে ধরে নির্জন জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় একই এলাকার মৃত ইয়াছিন ফকিরের ছেলে দুলাল ফকির (৪০), মৃত হাসেম তালুকদারের ছেলে দুলাল তালুকদার(৪৫)। এ সময় গৃহবধুর ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌছলে ওই দুই লম্পট গৃহবধুকে হুমকি দিয়ে চলে যায়।

ভূক্তভোগী গৃহবধু জানান, আমি আমার নাবালিকা মেয়েকে নিয়ে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে ওই লম্পটরা জরুরী কথা শোনার কথা বলে আমাকে দরজা খুলতে বলে। আমি তাৎক্ষণিক ভাবে ঘুম থেকে উঠে দরজা খুলে দেই। এরপর তারা আমার মুখ চেপে ধরে বসতঘরের পিছনে একটি জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। আমার ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসায় অল্পের জন্য আমার ইজ্জত রক্ষা হয়। বর্তমানে ওই লম্পটদের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি।

অভিযুক্তরা পালিয়ে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ওই লম্পটদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন গৃহবধু।

সর্বশেষ