৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

উজিরপুরে ব্রীজের রড চুরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলকে ব্রীজের রড চুরির প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবীতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। ২৮ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শোলক শরীফ বাড়ির সামনে ব্রীজের সম্মুখে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণ করে শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আঃ হালিম সরদার, ইউপি সদস্য কবির হোসেন, সাবেক ইউপি সদস্য আফজাল খান, শোলক বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান, মহিলা ইউপি সদস্য লিমা বেগম, স্থানীয় সেলিম সিকদার, জয়নাল, কামাল হোসেনসহ অর্ধশত লোকজন। উল্লেখ্য ২৬জুন রাত ৮টার দিকে শোলক গ্রামের ওয়াদুদ হাওলাদারের ছেলে রইস হাওলাদার (৩৮) ও একই এলাকার মোসলেম খানের ছেলে মফিজ খান(৪৫) মিলে শোলক বাজার সংলগ্ন শরীফ বাড়ির সামনে ব্রীজের রেলিং ভেঙ্গে রড চুরির প্রাক্কালে স্থানীয় হায়দার মোল্লা দেখে ফেলে দ্রুত সটকে পরে তারা। অভিযুক্ত রইস হাওলাদার পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। মফিজ খান জানান আমি ব্রীজের রড চুরির করতে যাইনি। আমি ব্রীজের উপর দিয়ে বাজারে যাচ্ছিলাম। হায়দার মোল্লা জানান ওই রাতে শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি রইস হাওলাদার ব্রীজের রেলিং ভেঙ্গে রড খুলছে। আর মফিজ দাঁড়িয়ে রয়েছেন। এরপর আমি ডাকচিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান ডাঃ আঃ হালিম সরদার জানান শোলক ইউনিয়ন এর বিভিন্ন স্থানের ব্রীজের রেলিং ভেঙ্গে রড চুরি করে মাদকের টাকা যুগিয়ে থাকে। জড়িতদের ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এদিকে এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এ ঘটনায় ২৮ জুন মহিলা ইউপি সদস্য লিমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ