৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

উজিরপুরে লাইব্রেরিতে ভ্রাম্যমান আদালতের ১০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুর বাজারে কমিশন লাইব্রেরিতে বইপত্র সহ উপকরনের অধিক মুল্য নেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম।

সোমবার (১৫ মে) বিকেল ৪ টায় উজিরপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

গত ১৪ মে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ তার শিশু সন্তানের জন্য টিটি কোম্পানীর ১৮ কালারের একটি রং পেন্সিলের বক্স ৩৫০ টাকায় কিনেছিলেন। বাসায় এসে জানতে পারেন সর্বোচ্চ মুল্য ২শত টাকা এবং এটির ক্রয় মুল্য মাত্র ১৬৫ টাকা। তিনি ১৫ মে ওই দোকানে গিয়ে এর ক্যাশম্যামো দেখতে চাইলে সে কিছুই দেখাতে না পারায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।এরপর ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন । এসময় দোকানদার ক্যাশম্যামোসহ কোন দ্রব্যের মুল্য তালিকা দেখাতে পারেননী।

অভিযানকালে সাইফুল নামে এক স্কুল ছাত্র জানান, কমিশন লাইব্রেরি দেখে বই কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু দোকানদার একসেট বই ১৮শত টাকার কমে বিক্রি করবেননা । এরপর অন্য লাইব্রেরি থেকে ১৫ শত টাকায় বই ক্রয় করেছি। তার ব্যাবহারও অত্যান্ত খারাপ।

আবুল কালাম নামক এক যুবক জানান, তার কাছ থেকে একটি স্কুল ব্যাগের দাম দ্বিগুন রেখেছেন ওই ব্যবসায়ী।

সৎ সঙ্গ ফাউন্ডেশনের সভাপতি গৌরঙ্গ লাল কর্মকার জানান, দোকানদার ইচ্ছামত নোট ও গাইড বইয়ে লেখা মুল্য তালিকায় বিক্রি করছেন এবং স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স ,রং পেন্সিল বক্স, খাতা-কলমসহ বিভিন্ন উপকরনের কোন মুল্য তালিকা ও ক্যাশম্যামো না থাকায় ক্রেতাদের রিতিমত লোকসান গুনতে হচ্ছে। এছাড়া কমিশন লাইব্রেরির মালিক মোস্তফা তিনি বিভিন্ন নোট ও গাইড বইয়ের কোম্পানীর এজেন্ট হওয়ায় বাধ্য হয়ে শিক্ষার্থীরা উচ্চ মুল্যে তার কাছ থেকে বই ক্রয় করতে বাধ্য হচ্ছে।

এদিকে ভুক্তভোগীসহ উপজেলাবাসী অতিরিক্ত অর্থ আদায়ের গোমর ফাঁস ও প্রতিবাদ করায় উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগকে সাধুবাদ জানিয়েছেন।

এছাড়াও অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল হোসেনকেও সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।

সর্বশেষ