৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

এসিল্যান্ডকে ছুরিকাঘাত: ছিনতাইকারী চক্রের হোতা গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনার মুলহোতা ট্যারা রাসেলকে (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নামাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাসেলকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব-৪। আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রাসেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী। সে জাহাঙ্গীরনগর এলাকায় ছিনতাই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এছাড়া বিকাশের সার্ভার হ্যাক করেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে। ইতোপূর্বে আশুলিয়ার আমবাগান এলাকা থেকে ২৫ লাখ টাকাসহ তাকে গ্রেফতার করেছিলো গোয়েন্দা পুলিশ।

র‌্যাব জানায়, এসিল্যান্ড আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাতের পরদিন তার ভগ্নিপতি সুমন হোসেন বাদী হয়ে ৫-৬ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের পাশাপাশি র‌্যাবের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে রাসেলকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বুধবার দুপুরে রাসেলকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আহত এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিক বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। ডাক্তারি পরীক্ষা শেষে তিনি স্বজনদের সঙ্গে কথা বলেছেন। আবু বকরের পেটে, বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি ঢাকা যান এবং রাতেই সাভারে ফিরে আসেন। সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ