৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

কবি এ কে জয়নুল আবেদীন পদক পেলেন বরিশালের ৩ গুণিজন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: এবার বরিশালে কবি এ কে জয়নুল আবেদীন পদক পেয়েছেন মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, সাহিত্য-সংস্কৃতিতে বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল লতিফ এবং শিক্ষায় পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক যুগ্ম সচিব প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন মিয়া। পদকপ্রাপ্তদের স্বজনরা তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

বুধবার বিকেল ৪টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে কবি এ কে জয়নুল আবেদীনের শততম জন্মবার্ষিকী ও ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এ উপলক্ষে কবি একে জয়নুল আবেদীনের সংক্ষিপ্ত জীবনী ও পদকপ্রাপ্ত গুণিজনদের বায়োগ্রাফি সম্বলিত একটি স্মারক পুস্তিকা প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি এ কে জয়নুল আবেদীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যাপক লুৎফ-এ-আলম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, বিশেষ অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন শিকদার। বক্তব্য রাখেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন কবি এ কে জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সদস্য সচিব মঈনুল আবেদীন রিয়াজ।

অনুষ্ঠানে আবদুল লতিফের লেখা গান পরিবেশন করেন অধ্যাপক নাছের জামাল ও রাইসুল রাহাত। পদকপ্রাপ্ত গুণিজনদের পক্ষে বক্তব্য রাখেন মেজর এম এ জলিলের স্বজন অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, আবদুল লতিফের পক্ষে মো. সাইদুর রহমান ও প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন মিয়ার পক্ষে তার ছোট ভাই রেজা মো. নাজমুল হাসান।

উল্লেখ্য, কবি এ কে জয়নুল আবেদীন ছিলেন অভিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের স্নেহধন্য একজন মানুষ। তিনি ১৯৭৮ সালে শের-ই-বাংলার ঐতিহাসিক ভাষণ সমূহ সংকলন করে ‘মেমোরেবল ইস্পিসেস অব শেরে-ই-বাংলা’ নামে একটি ইংরেজি বই প্রকাশ করেন। দীর্ঘ ৪০ বছর পর ঐতিহাসিক এই গ্রন্থটি বিশিষ্ট শেরে-ই-বাংলা গবেষক প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন শিকদার কর্তৃক অনূদিত হয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয় (ই. ফা প্রকাশনা ৩৩৮)।

সর্বশেষ