৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

কলাপাড়ায় আজ থেকে পাঁচদিন ব্যাপী রাস মেলা শুরু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসান,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৮ নভেম্বর।।
পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহরের মদনমোহন সেবাশ্রমে আজ রোববার (২৯ নভেম্বর) থেকে পাঁচদিন ব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মেলা অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এ মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। রাস মেলায় শ্রী শ্রী কৃষ্ণের ১৭ জোড়া যুগল মূর্তি দর্শন করবে পূর্ন্যার্থীরা । বিভিন্ন ধরনের পশরা সামগ্রী নিয়ে বসবে দোকানীরা। রোববার দুপুর ১ টা ৫৪ মিনিটে পূর্নিমার তিথিতে গঙ্গাস্না’র সময় থাকবে , তবে প্রতিবছর পূর্নিমার তিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে কাকডাকা ভোরে গঙ্গাস্নান শুরু করে পূন্যাথীরা । এবছরও সোমবার ভোররাতে গঙ্গাস্নান করবে তারা । কুয়াকাটা রাধাগোবিন্দ মন্দিরে এ উপলক্ষ্যে নামকীর্তন সহ নানান কর্মসূচী রয়েছে । এবছরও স্বাস্থ্যবিধি মেনে উদ্যাপন করা হবে রাসের এ আনুষ্ঠানিকতা । ইতিমধ্যে কুয়াকাটায় পর্যপ্ত স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে । দর্শনার্থীদের নিরাপত্তায় পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে। শনিবার থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, শতশত নারী-পুরুষ। কেউ আত্মীয়-স্বজনের বাড়ী কেউবা মন্দির আঙ্গিনায় আবার কেউ কেউ জায়গা নিয়েছে বিভিন্ন হোটেল-মোটেলে । কলাপাড়া মদন-মোহন সেবাশ্রমের রাস উদ্যাপন কমিটির আহবায়ক কমল কৃষ্ণ হাওলাদার জানান, স্বাস্থ্যবিধি মেনে এ বছরও রাস মেলা উদ্যাপন করা হবে । ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । একই কমটির সদস্য সচিব শেখর চন্দ্র মিত্র সেবক জানান, রোববার দুপুরে পূর্নিমার তিথি থাকলেও সূর্যোদয়ের সাথে সাথে গঙ্গাস্নান হয়ে আসছে । সে হিসেবে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে কুয়াকাটায় গঙ্গাস্নানে মিলিত হবে মানুষ । কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, রাস মেলা উপলক্ষে কুয়াকাটায় পর্যায়ক্রমে তিনটি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে । মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, রাস মেলা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে । বিভিন্ন পয়েন্টে সি-সি ক্যামেরা বসানো হয়েছে । সাদা পোষাকে পুলিশের টহল সহ নো-মাস্ক ,নো-সার্ভিস বাস্তবায়নে সকল ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ