১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজিরহাটে মাদকের ছড়াছড়ি, রয়েছে সুদের কারবার- প্রশাসনের দৃষ্টি আকর্ষন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির, কাজিরহাট প্রতিনিধি–
বরিশালের কাজীরহাট সহ পাশবর্তী গ্রামে সম্প্রতিক ও চলমান উল্লেখ্য যোগ্য সুদ, জুয়া ও মাদক বানিজ্যের কর্মকান্ডের ঘটনার এলাকায় ঘটেছে। সূএে জানাগেছে, এলাকায় সুদ বানিজ্যেঃ সুদ হিসাবে টাকা নিয়ে প্রতি মাসে শতকরা ১০% হারে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হলেও অনেকেই সর্বশেষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদয়পুর গ্রামে এক নারী সুদের দায় এড়াতে না পেরে স্টক করে মৃত্যু বরন করেছে ও বলে জানাগেছে । জুয়ার বানিজ্যেঃ এলাকায় জুয়ায় ভাসছে ব্যাঙ্গের ছাতার মতো বিভিন্ন র্স্পট। উঠতি বয়সী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত। জুুয়ার কারনে অনেকে সংসার ভেঙ্গে গেলেও জুয়া কে জীবন সাথী করে বেচে নিয়েছে পেশাদার জুয়াড়–রা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এ জুয়াড়– রাতে ১লক্ষ ৯৫ হাজার টাকা হেড়ে অবশেষে ঐ আসরেই তার সুন্দরী বধু কে টাকার বিনিময় ধরেছে অতঃপর দূঃভাগ্য ক্রমে হেড়ে যায় সকাল বেলা বধু কে চরসন্তোষপুর গ্রামের জুয়াড়–র হাতে তুলে দেয়। ঘটনা আলোচিত সত্যি লতা ইউনিয়ন চরসন্তোষপুর বাসীর সকলের অবগত আছেন। মাদককের স্বর্গ রাজ্যের বানিজ্যেঃ ভয়াল এক নেশার ছোবল ধুকে ধুকে মরন নেশায় পরিনত হচ্ছে। মাদক গাঁজার কদর নেই, তবু ও বিক্রি করছে হাটার পথে, রাস্তার মোড়ে, নদীর পাড়ে গাজাঁ সেবন করছে রাস্তার পাশে দাড়িয়ে ।সেবনকারীদের খারাপ আচরনের ভয়ে কেউ কিছু বলছে না। অপর ভয়াল মরন নেশা ইয়াবা নামক ট্যাবলেট হাত বাড়ালেই পাওয়া যায় বলে বিভিন্ন সূএে জানায়।নেশা সেবনের ফলে সেবনকারীরা পরদিন টাকা সংগ্রহ করিতে না পারলে আতিœয় স্বজনদের সাথে খারাপ আচরন করেন। সেবন কারীরা রাতে স্ত্রী”র সাথে অযথা দূঃব্যবহার করে শেষে মারপিট করে ও বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য সুদ, জুয়া, মাদক এলাকা থেকে বিতাড়িত করা সম্ভব না বলে অনেকেউ মন্ত্যব করে বলেন যে মোড়লদের অবৈধ বানিজ্যের উৎস। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারী কামনা করছে সুশীল সমাজ।

সর্বশেষ