৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

গলাচিপায় বাদীর লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলল আসামীরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মামলা করায় বাদীর লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলল আসামীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গজালিয়া গ্রামে। মামলার বাদী গৃহবধু জোসনা বেগম (২৫) জানান, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭ টার দিকে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আসামীরা জোর পূর্বক আমার বসত ঘরের দরজা ভেঙ্গে আমাকে বেধম মারধর করে আমাকে অবরুদ্ধ করে রাখে। পরে আমার স্বামী শিহাব উদ্দিন ৯৯৯ নম্বরে ফোন করে গলাচিপা থানা পুলিশের সহযোগিতায় আমাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গলাচিপা হাসপাতালে চিকিৎসাকালীন সময়ে আমি ৩ জনকে আসামী করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নম্বর ৬। পরে আমার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মাহবুবুর রহমান উন্নত চিকিৎসার জন্য আমাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আমি এবং আমার স্বামী বরিশাল থাকায় আসামীরা এই সুযোগে আমার বসতবাড়ীর লক্ষাধিক টাকার ১৪টি গাছ কেটে ফেলে। গাছগুলো আমার সন্তানের ভবিষ্যতের জন্য রেখেছিলাম। কিন্তু আসামীরা সব শেষ করে দিল। এ বিষয়ে মামলার বাদী গৃহবধু জোসনা বেগমের স্বামী শিহাব উদ্দিন বলেন, আমার জমির উপরে রেইন্ট্রি, মেহগনি, চাম্বুল, কড়াইসহ বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক টাকার ১৪টি গাছ আসামীরা কেটে ফেলেছে। আমি এর বিচার চাই। আসামীরা কোন আইন কানুন কিছুই মানে না। আমাকে মামলা তুলে নিতে মোবাইলে হুমকি দেয়। আমি যদি মামলা তুলে না নেই তাহলে আসামীরা আমাকে বাড়ীতে থাকতে দিবে না। এ বিষয়ে মামলা আসামী বাদল গাজী ও আলম গাজী জানান, গাছগুলো আমাদের তাই আমরা কেটেছি। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ