৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

গলাচিপায় বেকু দিয়ে মাটি কাটতে বাধা দেওয়ায় মারধর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ৮ মে ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপায় বেকু দিয়ে মাটি কাটায় বাধা দেওয়ায় মারধর করার খবর পাওয়া গেছে। এতে তানভীর হাওলাদার (৪৮) ও তসলিম হাওলাদার (১১) নামে দুইজন আহত হয়েছে বলে জানা যায়। আহত তানভীর হাওলাদার হচ্ছেন উপজেলা পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আলী আজম হাওলাদারের ছেলে আর তসলিম হাওলাদার হচ্ছেন তানভীর হাওলাদারের ছেলে। ঘটনাসূত্রে ও তানভীর হাওলাদার জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে বেকু দিয়ে আমাদের রেকর্ডীয় জমিতে মাটি কাটায় বাধা দেওয়ায় আমাদের একই এলাকার শাওন, আরিফ, রেকসনা একত্রিত হয়ে আমাকে ও আমার ছেলেকে মারধর করে। পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, তানভীরের হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ আছে। রুগীরা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৮ নম্বর ও ১৯ নম্বর বেডে ভর্তি আছে। এ বিষয়ে শাওনের কাছে জানতে চাইলে তিনি বলেন পরস্পর আমরা আত্মীয়। এতে আমাদের দুই একজনও আহত হয়েছে। ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরএম শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ