৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

গলাচিপায় মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল আমিন (২৬) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী জলিল দর্জি ও ইব্রাহিম দর্জির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল লঞ্চঘাট এলাকায় চরকাজল ইউনিয়নবাসীর আয়োজনে ইউনুচ দর্জি ও আবু দর্জির নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রিপন দর্জি, নাসির হাওলাদার, নূর মোহাম্মদ হাওলাদার, আনসার উদ্দিন, সাথী আক্তার, রিনা বেগম, লায়লা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা নিরপরাধ জলিল দর্জি ও ইব্রাহিম দর্জির নিঃশর্ত মুক্তি এবং সঠিক তদন্তপূর্বক হত্যার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। উল্লেখ্য, গত ১১ মে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চরকাজল ইউনিয়নের গ্যাসফিল্ড সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশের্বর সড়কের উপরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে চরকাজল গ্রামের মো. অলিল সরদারের ছেলে আল আমিন নিহত হন। এ ঘটনায় ১২ মে বুধবার পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চরকাজল গ্রামের মৃত মো. দলিল উদ্দিন দর্জির (ধলু) ছেলে জলিল দর্জি ও একই বাড়ির মো. ইউনুচ দর্জির ছেলে ইব্রাহিম দর্জিকে আটক করে। তারা দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। পরে তারা দু’জনসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। বর্তমানে তারা জেল হাজতে আছেন।

সর্বশেষ