৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

গুঠিয়ায় আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ॥
উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার মোল্লার প্রার্থীতা বাতিল চেয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আবেদন করেছেন প্রতিদ্বন্ধী প্রার্থী।
মঙ্গলবার বিকাল ৪টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই মর্মে শুনানী অনুষ্ঠিত হয়েছে। শুনানী শেষে পরবর্তী দিন (আজ বুধবার) বিকাল ৩টায় পূনরায় শুনানী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা জ্যৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।
নির্বাচন কর্মকর্তার কাছে নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস ছত্তার মোল্লার প্রার্থীতা বাতিল চেয়ে আপিলকারী গুঠিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার সন্তান চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন।
অভিযোগ সূত্রে জানাযায়, আবদুস ছত্তার মোল্লা বানারীপাড়া এলাকার জুলেখা নামের এক নারীর হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী। এই মামলায় তিনি ২ বছরেরও অধীক সময় কারাবন্দি ছিলেন। উচ্চ আদালতে আপিলের প্রেক্ষিতে আবদুস ছত্তার মোল্লা জামিনে রয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় আইনীভাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেনা আবদুস ছত্তার মোল্লা এমন দাবী করে আবেদন করেন চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন।
শুনানীতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জ্যৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উজিরপুর উপজেলা নির্বাচন কমকর্তা, উজিরপুর থানার অফিসার ইনচার্জ।
এসময় চেয়ারম্যান প্রার্থী আবদুস ছাত্তার মোল্লা ও বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মো: ইউনুস, এ্যাড. সালাউদ্দিন শিবু সহ আইনজীবীগণ উপস্থিত।
আবেদনকারী চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন ও তার আইনজীবী হিসেবে এ্যাড. মজিবর রহমান নান্টু, এ্যাড. নাজিম উদ্দিন পান্না, এ্যাড. আজাদ রহমান সহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
উভয় পক্ষকে প্রয়োজনীয় দলীলপত্র সহ আগামী শুনানীতে উপস্থিত হওয়ার জন্য বলে শুনানী মুনতোবী ঘোষণা করেন বরিশাল জেলা জ্যৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ