৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

চরফ্যাশনে বিদ্যুত গ্রাহক হয়রানি নিয়ে বিশিষ্টজনদের ক্ষোভ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :
ভোলার চরফ্যাশনে বিদ্যুত গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিদ্যুত বিভাগের ব্যাপক দূর্ণীতি হয়রানী ও অনিয়মের প্রতিবাদে উপজেলা পরিষদে বিশিস্টজনরা ক্ষোভ প্রকাশ করেন।

রবিবার বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ)ও টিম চিলেকোঠার আয়োজনে গ্রাহকদের ভৌতিক বিল, বিভিন্ন চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানিসহ বিদ্যুৎ বিভাগের নানারকম স্বেচ্ছাচারিতা নিয়ে সমাজের বিশিস্ট ব্যক্তিবর্গরা ক্ষোভ প্রকাশ করেছেন। সভাপতিত্ব করেন ভোলা নাগরিক ফোরাম (দক্ষিণ) কমিটির সভাপতি এম আবু সিদ্দিক।

চরফ্যাশন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংলাপে চরফ্যাশন আবাসিক বিদ্যুত প্রকৌশলী গোলাম মোহাম্মদ মহসিন মোল্লা ও পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মোঃ মিজানুর রহমান এসময় উপস্হিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, চরফ্যাশন পৌরসভার কাউন্সিলর আকতারুল আলম সামু, নাগরিক ফোরাম ভোলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সহসভাপতি মনির আসলামী, কামাল মিয়াজী
সাধারণ সম্পাদক মোঃ ইয়াহ ইয়া ইসলাম মনির, যুগ্ন সম্পাদক কামরুল সিকদার, মাইনুদ্দিন জমাদার, সোহেব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, টিম চিলেকোঠার মোঃ রনি।

বিদ্যুৎ গ্রাহকদের নানা রকম হয়রানি বন্ধে বক্তারা বলেন, চরফ্যাশন উপজেলায় প্রতিনিয়ত বিদ্যুৎ বিভাগের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও প্রতিনিয়ত গ্রাহকরা হয়রানির বন্ধ না হলে কঠোর আন্দোলন হলে দায়ভার বিদ্যুত বিভাগকে নিতে হবে। দীর্ঘদিন ধরে মিটার রিডাররা মিটার চেক না করেই বিদ্যুৎ ভৌতিক বিলসহ দূর্নীতি করে আসছে।

বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আবাসিক প্রকৌশলী আশ্বস্হ করে বলেন এখন থেকে গ্রাহকদের পছন্দের মিটার ক্রয় করতে পারবেন।তাদের নির্ধারিত কোন মিটার কেনা লাগবেনা।গ্রাহকরা অতিরিক্ত বিভিন্ন অহেতুক মিটার বিলচার্জে হয়রানি হবেনা এবংআগামী ৬ মাসের মধ্যে অসমাপ্ত কাজ শেষ হলেই নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত হবে।

সর্বশেষ