৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

চুয়াডাঙ্গার ৫ থানায় নতুন ওসি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। নিয়মিত বদলির অংশ হিসেবে জেলার ৫ থানা ও গোয়েন্দা শাখায় এই রদবদল। চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসবে যোগদান করেছেন মোহাম্মদ মহসীন পিপিএম (বার)। বুধবার (২২শে সেপ্টেম্বর) তিনি সদর থানায় যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানায় ওসি হিসবে কর্মরত ছিলেন। আর সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলা পুলিশেই রয়েছেন। তাকে এখনো কোন থানার দায়িত্ব দেওয়া হয়নি।

এদিকে জেলার জীবননগর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল খালেক। তিনি এর আগে দামুড়হুদা মডেল থানায় ওসি হিসবে কর্মরত ছিলেন। জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলামকে আলমডাঙ্গায় থানায় বদলি করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মোঃ আলমগীর কবিরকে সংযুক্ত করা হয়েছে ডিএসবি শাখায়। দর্শনা থানায় ওসি হিসেবে যোগদান করেছেন লুৎফুল কবির। তিনি এর আগে জেলা গোয়েন্দা শাখায় ওসি হিসবে কর্মরত ছিলেন। দর্শনা থানার ওসি মোঃ মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখার ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দামুড়হুদা মডেল থানায় ওসি হিসবে যোগদান করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর ফেরদৌস ওয়াহিদ।

চুয়াডাঙ্গার সকল থানায় নতুন ওসি যোগদান করায় পুলিশি সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট থানার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন। এর আগে যারা এ সমস্ত থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন তারাও প্রত্যেকেই মানবিক কাজ করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বিশেষ করে করোনা ভাইরাস প্রতিরোধে দেশের অন্যান্য জায়গার পুলিশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রত্যেক সদস্যের অবদান অনস্বীকার্য।

সর্বশেষ