৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

চুয়াডাঙ্গায় নতুন করে ৩০জন করোনায় আক্রান্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় নতুন করে ৩০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৯০জনের নমুনা পরীক্ষার পর এই ৩০জনের শরীরে করোনা ভাইরাসে উপস্থিতি সনাক্ত হয়। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৮৮জনে। নতুন আক্রান্ত ৩০জনের মধ্যে সদর উপজেলার ১৮জন, আলমডাঙ্গা উপজেলার ৮জন এবং দামুড়হুদা উপজেলার ৪জন রয়েছেন।

মঙ্গলবার (৪ঠা আগস্ট) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্যানুসারে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ৩০জন আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এছাড়া একইদিনে ৫জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে।

রেডজোন ঘোষিত জেলা হওয়া সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানার কারণে প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জেলাটিতে। জেলার শতকরা ৯০ ভাগ লোকই বর্তমানে মুখে মাস্ক ব্যবহার করছেন না। সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে। প্রশাসনের পক্ষ থেকেও আগের মতো কার্যকরী কোন অভিযান পরিচালিত হচ্ছেনা। এ কারণেই স্বাস্থ্যবিধি মানতে মানুষজন একেবারেই অবজ্ঞা করছেন।

সম্প্রতি জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ এবং দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানসহ জেলা পুলিশের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা সকলেই করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন।

চুয়াডাঙ্গা জেলায় মোট ৬৮৮জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ইতোমধ্যে ৩৩৫জন সুস্থ হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ১১জন।

সর্বশেষ