৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধি॥
কলেজ পর্যায়ে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের জন্য ১৪টি ক্যাটাগরির প্রতিযোগিতায় শীর্ষে থাকায় ওই কলেজকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বৃীকৃতি দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসনও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি।
শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচনের জন্য প্রতিষ্ঠানের ফলাফল,পাশকরা শিক্ষার্থীদের সংখ্যা,প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর পরিমান,শিক্ষকও শিক্ষার্থী অনুপাত,কর্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতা, ভৌত অবকাঠামো,প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবসসমূহ পালন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানিও স্যানিটেশন ব্যবস্থা, গ্রহন্থগার, বিজ্ঞানাগার,শিক্ষার পরিবেশ,মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ,কম্পিউটার ল্যাবের ব্যবহার রয়েছে এসব বিষয়ের ওপর মূল্যায়ন করা হয়েছে। ২০০০ সালে প্রতিষ্ঠিত কুয়াকাটা খানাবাদ কলেজটি গুনগত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে জেলার অন্যসব প্রতিষ্ঠান থেকে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানে চালু রয়েছে বিএনসিসি নৌ শাখা,্স্কাউট প্রেগ্রাম, কেকেসি ডিবেটিং সোসাইটি. ইংলিশ ল্যাগুয়েজ ক্লাব,কন্ঠস্বর বাচিক চর্চাকেন্দ্র, শেখ রাসেল ডিজিটাল ল্যাব। প্রতি বৃহস্পতিবার শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে অংশ শেষে বিশ^সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী থেকে বই সংগ্রহ করে বাড়ি ফেরে শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই কলেজের সহকারি অধ্যাপক আবুল কালাম খাঁন জানিয়েছেন, জেলে, কৃষক ও নি¤œ আয়ের বাবা-মায়ের সন্তানদের পরম মমতায় গত বাইশ বছর ধরে পাঠদানসহ মানবিক মানুষ গড়তে কাজ করছেন তারা। দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী মীম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থী সুরাইয়া বেগম জানিয়েছেন, তাদের বাবার মৃত’্যতে শিক্ষকরা তাদের পাশে দাড়িয়েছেন। শিক্ষা উপকরণসহ বেতনভাতা মওকুফ করছে প্রতিষ্ঠান।গরীব ও মেধাবী শিক্ষার্থীদের প্রনোধণা স্বরুপ শিক্ষা উপকরণসহ বেতনভাতা মওকুফের ব্যবস্থা রেখেছেন এমনটা জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হাসিনা বেগম। জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার অনুভূতি জানতে চাইলে সভাপতি বলেন, শ্রেষ্ঠ হওয়া বড় কথা নয়, বরং সবাই মিলে একত্রে কাজ করাটাই আসল কথা।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান বলেন, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নিবিড় পর্যবেক্ষন, ছাত্র-ছাত্রীদের অধ্যবসায়, শিক্ষকদের পাঠদানের কৌশল এবং সর্বোপরী অভিভাবকদের সচেতনতাই এ ফলাফল এন দিয়েছে।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ¦ জহিরুল ইসলাম খানের কাছে এ সফলতার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, জীবনের অধিকাংশ সময় প্রবাস জীবন কাটিয়েছি। বন্ধুরা ভোগ্য পন্যের কারখানা তৈরীর পরামর্শ দিয়েছিল। তাদের কথা না রেখে আমি মানুষ তৈরীর কারখানায় আজ সফলতা পেয়েছি।

সর্বশেষ