৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ঝালকাঠিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা…

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি পৌরসভাসহ জেলার ৩১ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে দুই প্রার্থীকে পরিবর্তন করে পুনরায় ওই ইউনিয়নের নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, জেলার কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নে প্রথমে কামরুজ্জামান লিটন নকিবকে মনোনয়ন দেয়া হলেও গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে মনোনীত করা হলে তা পরিবর্তন করে মিঠু সিকদারকে মনোনয়ন দেয়া হয়। অপরদিকে শৌলজালিয়া ইউনিয়নে মো. মেহেদি হাসানকে প্রথমে মনোনয়ন দিলেও পরে তা পরিবর্তন করে একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপনকে মনোনয়ন প্রদান করা হয়।

এর আগে ১৫ মার্চ (সোমবার) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার দিলীপ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় মনোনয়নের তালিকা পাঠানো হয়। সেখানে ঝালকাঠি পৌর সভায় মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে মো. গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, বিনয়কাঠী ইউনিয়নে এজেএম মঈন উদ্দিন পলাশ, নবগ্রাম ইউনিয়নে মো. মুজিবুল হক আকন্দ, কৃর্তিপাশা ইউনিয়নে আব্দুস শুক্কুর মোল্লা, বাসন্ডা ইউনিয়নে মোবারেক হোসেন মল্লিক, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে মো. আবুল কালাম (মাসুম), শেখের হাট ইউনিয়নে নুরুল আমিন খান সুরুজ, কেওড়া ইউনিয়নে আবু সাঈদ খান ও নথুল্লাবাদ ইউনিয়নে নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।

নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে একেএম আবদুল হক হাওলাদার, মগড় ইউনিয়নে মোহাম্মদ শাহীন হোসাইন (এনামুল হক শাহিন), কুলকাঠি ইউনিয়নে এইচ এম আখতারুজ্জামান হাওলাদার (বাচ্চু), কুশাঙ্গল ইউনিয়নে আলমগীর হোসেন, নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম, রানাপাশা ইউনিয়নে শাহজাহান হাওলাদার, সুবিদপুর ইউনিয়নে আবদুল গফ্ফার খান, সিদ্ধকাঠী ইউনিয়নে কাজী জেসমিন, দপদপিয়া ইউনিয়নে সোহরাব হোসেন বাবুল মৃধা ও মোল্লারহাট ইউনিয়নে অ্যাডভোকেট কেএম মাহাবুবুর রহমান (সেন্টু) দলীয় মনোনয়ন পান।

রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে সৈয়দ মাইনুল হায়দার নিপু, শুক্তাগড় ইউনিয়নে বিউটি সিকদার, রাজাপুর সদর ইউনিয়নে নজরুল ইসলাম (স্বপন তালুকদার), গালুয়া ইউনিয়নে গোলাম কিবরিয়া পারভেজ, বড়ইয়া ইউনিয়নে মোহাম্মদ সাহাবুদ্দিন হাওলাদার (সুরুমিয়া) ও মঠবাড়ি ইউনিয়নে শাহজালাল হাওলাদার মনোনয়ন পান।

কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়নে মো. হারুন-অর-রশিদ জমাদ্দার, পাটিখালঘাটা ইউনিয়নে শিশির চন্দ্র দাস, আমুয়া ইউনিয়নে আমিরুল ইসলাম (ফোরকান সিকদার), কাঠালিয়া সদরে মো. মাহমুদুল হক (নাহিদ সিকদার), শৌলজালিয়া ইউনিয়নে মাহমুদ হাসান রিপন, আওড়াবুনিয়া ইউনিয়নে মিঠু সিকদার আওয়ামী লীগের মনোনয়ন পান।

সর্বশেষ