৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ

নাজিরপুরে কলেজ ছাত্রী হত্যার প্রধান আসামী স্বামী গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর লামিয়া আক্তার (১৮) নামের এক তরুনীর কঙ্কাল উদ্ধার ও ওই হত্যা মামলার প্রধান আসামী স্বামী মো. তরকিুল ইসলাম (২২) কে ঢাকা থেকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুারো ইনভেস্টিগেশ (পিবিআই)। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিবিআইর ইন্সপেক্টর মো. বায়েজিদ আকন। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের মিজান খানের ছেলে। আর নিহত লামিয়া একই গ্রামের দিনমজুর নজরুল ইসলামের কন্যা ও উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
তিনি জানান, একটি চিরকুটের ভিত্তিতে গত ১৩ মার্চ স্হানীয় মান্নান শিকদারের নতুন বাড়ি তৈরীর জন্য রাখা বালুর ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। ওই কঙ্কালটি ওই নিঁখোজ তরুনীর। পরে গত ১৬ মার্চ পিবিআই মামলাটি তদন্তের দায়িত্ব নেন। পিবিআই অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার মোহাম্মাদপুর থানার জাফরাবাদ এলাকার সাদেক খান রোডের জনৈক মোহাম্মাদ আলী খানের ভাড়া বাসা থেকে তাকে আটক করেন।
পিবিআই জানান, তাকে জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রী লামিয়াকে হত্যার কথা স্বীকার করে জানায়, পারিবারিক অমতে বিয়ের কারনে গত ৬ ডিসেম্বর রাতে লামিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানায়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে ওই রাতের ১২টার দিকে লামিয়াদের বাড়ির পাশ্ববর্তী একটি দোকানের পাশে বসে তাকে গলা টিপে হত্যা করে লাশ খালে ফেলে টেনে ওই বালুর মাঠে নিয়ে যায়। সেখানের পাশের একটি গোয়াল ঘর থেকে বেলচা এনে তা দিয়ে বালু খুঁড়ে সেখানে ওই তরুনীকে পুতে রাখে। পরবর্তীতে মানুষিক অসুস্হতায় ভুক্তভোগীর পরিবারের দৃষ্টি আকর্ষন করতে গত ১১মার্চ আবার ওই পুতে রাখা লাশটি উঠানোর চেষ্টা করে ও তার বাড়িতে চিরকুট রেখে আসে।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর থেকে লামিয়া নিঁখোজ হয়। এর পর ৭ ডিসম্বের লামিয়ার মা রাজিয়া বেগম বাদী হয়ে তরুনীর স্বামী তরিকুল ইসলাম (২২) কে প্রধান করে ৭ জনকে নাম উল্লেখ করে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ