৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা উদ্বোধনী সভা অনুষ্ঠিত।
১৬ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
পটুয়াখালী পিএইচডি এর স্বাস্থ্য কো-অর্ডিনেটর মোঃ শাহ আলমের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পিএইচডি-ইএইচডি ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ মোমেন খান। ব্রিটিশ সরকারে অর্থায়নে এফসিডিও কনসার্ন ওয়াল ওয়াইড লিডে ইএইচডি প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন হেলথ অর্থ উপদেষ্ঠা মোঃ জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন কনসোর্টিয়াম ডিরেক্টর সুমেন সেন গুপ্তা, ২৫০ শয্যা বিশিস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ মোহাম্মদ আবদুল মতিন, ডিআর আরএ ম্যানেজার মাহমুদুল হাসান ইমরান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর কাজল বরন দাস প্রমুখ।
উল্লেখ্য যে, সাড়ে তিন বছর মেয়াদী ২০১৯-২০২২ এ প্রকল্পের মাধ্যমে মোট ২৬৮৫৩০৩ জনগোষ্ঠীর ১৪০৩৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ বরিশাল বিভাগের ৩টি জেলার ৮টি উপজেলার এবং খুলনা বিভাগের তিনটি জেলার ৭টি উপজেলার অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে ইএইচডি প্রকল্প। এর মধ্যে পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভাসহ গলাচিপা উপজেলা ও কলাপাড়া উপজেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, উপক’লবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারী ও বেসরকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টা। এ প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রক্ল্প গুরুত্বপুর্ন ভ’মিকা রাখবে। এর পাশাপাশি তিনি এই প্রকল্পের জন্য সার্বিক সফলতা কামনা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদানের আশ^াস দেন।

সর্বশেষ