৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

প্রথমবারের মতো স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ‘ডিপ্লোমা কোর্স’ চালু করলো শেবাচিম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রথমবারের মতো চালু হয়েছে গাইনী বিভাগের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স। এ উপলক্ষে বৃহস্পতিবার গাইনী (ডিজিও) ১ম ব্যাচের অরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়। এ সময় ভর্তি হওয়া তিন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ নং গ্যালারীতে অনুষ্ঠিত এ অরিয়েন্টেসন কর্মশালার সভাপতিত্ব করেন গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খুরশিদ জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মনরিুজ্জামান শাহিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ’র জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। দীর্ঘ ৫ বছর চেস্টার পর গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খুরশিদ জাহান চেস্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রথমবারের মতো চালু হয়েছে গাইনী বিভাগের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স। কোর্সটি চালু হওয়া তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অনান্য সকল বিভাগের শিক্ষকদের সহযোগীতা চেয়েছেন। ১ম ব্যাচে ৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এই অরিয়েন্টেসনে। এসময় বক্তব্য রাখেন, এন্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, রেডিওলোজী ও ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সরজিৎ কুমার মন্ডল, কার্ডিওলোজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যপক ডাঃ আজিজুল হক, গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হাওয়া আক্তার জাহান ও অধ্যাপক ডাঃ শিখা সহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডাঃ আকবার হোসেন ও ক্লাস কার্যক্রমের বিষয়ে শিক্ষার্থীদের ধারনা প্রদান করেন সহকারী অধ্যাপক ডাঃ নাহিদ আক্তার সুপা এবং অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র কনস্যালন্টেট ডাঃ ইন্দানী কর।

সর্বশেষ