৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক

বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর আদর্শ সর্বস্তরে বাস্তবায়ন করতে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অবিচ্ছিদ ও অভিন্ন। মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত করতে বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন প্রয়োজন। বঙ্গবন্ধুর অন্যতম আদর্শ হচ্ছে কল্যাণবোধ, মমতাবোধ, দেশপ্রেম ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখা। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার লক্ষ্যে পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ সম্পর্কিত রচনাবলি আরো অধিক অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে ১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে গাজীপুর শহরের প্রকৌশলী ভবন মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট দেওয়ান মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী শরীফ হোসেন ঢালী ও ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক হাফিজ উদ্দিন খন্দকার, সহ-সভাপতি আলহাজ্ব ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক সারফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কফিল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপরেজিষ্টার কানিছুর রহমান কানিছ, ইউনিভার্সিটি অব কুমিল্লার সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হানিফ খান প্রমুখ।

সর্বশেষ