৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

বরগুনায় ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
বরগুনা সদর উপজেলায় পুরাতন ঘর ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই এলাকার ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কদমতলা গ্রামের হারুন হাজীর ছেলে বিদেশ ফেরত মো. হেলাল (৩৫), শাহজাহানের ছেলে মো. বেলায়েত (২৫) ও জলিল মিয়ার ছেলে মো. রবিউল ( ১৪)। গুরুতর আহত অপর একজন হলেন একই এলাকার নিজাম খানের ছেলে আরিফ (২০)।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ।

পরিবার সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত হেলাল হোসেনের পুরাতন টিনের ঘর ভাঙার কাজ করছিল বেশ কিছু শ্রমিক। দুপুরের দিকে পুরাতন ঘরে থাকা মিটারের সংযোগের তার খুলে ঘরের টিনে লাগে। এ সময় চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা আহত অবস্থ সবাইকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাকে বরিশাশের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকে পরিবারের একমাত্র ছেলে। ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহের সুরতহাল করেছে।

পল্লীবিদ্যুৎ বরগুনা জোনাল অফিসের ডিজিএম আরব আলী জানান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্গত, বরগুনা জোনাল অফিসের আওতায় রায়ভোগ অভিযোগ কেন্দ্রের অধীনে কদমতলী গ্রামে বিলাত হোসেন নামে এক গ্রাহক অফিসের অগোচরে সংযোগ বিচ্ছিন্ন না করে নিজেরা নিজেরা ঘর মেরামত করছিলেন। মেরামত কাজে নিয়োজিত চার মিস্ত্রির মধ্যে একজনের হাত থেকে টিন নিচে পড়ে গেলে মিটারটি ভেঙে যায়। ফলে টিন বিদ্যুতায়ীত হয়ে যায়। সঙ্গে সঙ্গে চার জনের মধ্যে তিন জনের ঘটনাস্থলে মৃত্যু হয়।

সর্বশেষ