৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

বরিশালের মেয়েকে যৌতুকের জন্য যশোরে নিয়ে নির্যাতন ।।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাকেরগঞ্জের মেয়ে মোসাম্মৎ ফরিদা বেগম সুমি (২৫) কে প্রেমের ফাঁদে ফেলে যশোরে নিয়ে বিয়ে করে যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামী ও তার পরিবার। দফায় দফায় লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার সহ সর্বস্ব লুটি নিয়েছে ওই মেয়ের কাছ থেকে।

গত সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১ টায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হল ওই থানার দারিয়াল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ কাজলাকাঠি গ্রামের বাসিন্দা মোঃ শাহ আলম ফকিরের মেয়ে।

বর্তমানে আহত মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুমি কে ২০২৩ সালের নভেম্বর মাসে ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কবির। কবির সরদার যশোরের মনিরামপুর থানার ষোলদা গ্রামের বাটার মোড় এলাকার বাসিন্দা নজরুল সরদারের ছেলে।

বিয়ের পর থেকেই ধাপে ধাপে ২ লক্ষাধিক টাকা নিয়ে যায় ও কানের দুল স্বর্ণের চেইন ,মোবাইল, নুপুর সহ মালামাল আত্মসাৎ করেন । এখন যৌতুকের টাকা না দিতে পারলে পারিবারিক তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে মারধরও হত্যা চেষ্টা চালায়।

ঘটনার দিন পুনরায় বাবার বাড়ি থেকে ১৫ হাজার টাকা যৌতুক চাইলে দিতে অস্বীকার জানায় ওই ভুক্তভোগী নারী । পরে তার প্রচন্ড স্বামী কবির ও চাচি শাশুড়ি রূপালী বেগম ও শাশুড়ি শাহিদা বেগম সহ ৩-৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় দাঁড়ালো অস্ত্রের আঘাতে আহতের মাথা ও সারা শরীরে প্রচন্ড রক্তাক্ত জখম হয়।

পরে আত্মীয়দের সহযোগিতায় জীবন নিয়ে পালিয়ে এসে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সর্বশেষ