৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

বরিশালে চাঁদা তুলতে বাঁধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে বৈশাখী মেলার সাইকেল স্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার সাইকেল স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ আল-বারী বলেন, সোমবার সন্ধ্যায় বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার সাইকেল স্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বে সেতু নামের এক যুবককে কুপিয়েছে শাকিল বাহিনী। ঘটনাস্থল থেকেই শাকিল ও তুষারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছে। এদিকে মুমূর্ষ অবস্থায় সেতুকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন সেতুর মামা নঈম হোসেন মনু। মনু বলেন, বরাবরের মতো এবারও বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন হয়। সেখানে তুষার-শাকিল গ্রুপ সাইকেল স্ট্যান্ডের নামে চাঁদাবাজি করছিলো। চাঁদা উঠানোয় বাঁধা দেয়ায় সেতুকে বেধরক কোপায় শাকিল, তুষার, এনাম, সম্রাটসহ ৮/১০ জন। ঘটনার সময় পুলিশ কাছাকাছি থাকায় ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ঐ বাহিনীর হামলায় গুরুতর অবস্থায় সেতুকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুরে সেতুর শারিরীক অবস্থা আরও খারপ হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

সর্বশেষ