৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

বরিশালে ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৫১৬, মৃত্যু ১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৫১ হাজার ৩৫১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভাগের ৪০টি উপজেলায় শুরুতে ২৭টি উপকূলীয় অঞ্চল চিহ্নিত করে মেডিক্যাল টিম কাজ করেছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিক্যাল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে। স্বাস্থ্য দফতর থেকে মানুষকে সচেতন করতে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত বরিশাল জেলায় ৬ হাজার ৮৫৪ জন, পটুয়াখালীতে ১০ হাজার ৭১৭ জন, ভোলায় ১৩ হাজার ৪৩৮ জন, পিরোজপুরে ৬ হাজার ৫৫৮ জন, বরগুনায় ৪ হাজার ৪১৮ জন, ঝালকাঠিতে ৪ হাজার ২৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশাল জেলার ছয়জন, পটুয়াখালীর সাতজন, ভোলায় দুজন ও বরগুনায় পাঁচজন।

সর্বশেষ মৃত্যুবরণকারী রাহিমা বেগম (৪৫) বরিশালের বানারিপাড়া উপজেলা সদরের খেজুরবাড়ি এলাকার আ. ছালামের স্ত্রী।

এদিকে মোট আক্রান্তের মধ্য থেকে ৫০ হাজার ৬০৩ জন রোগী সুস্থ হয়েছেন।

বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আক্রান্তের সংখ্যা পর্যায়ক্রমে শূন্যের কোঠায় চলে আসবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এবং মানুষ সচেতন হয়েছে বিধায় দিন দিন আক্রান্তের সংখ্যা কমছে।

ডায়রিয়া মোকাবিলায় পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত আছে। এর মধ্যে এক হাজার সিসির ৬৭ হাজার ২৭৫ পিস এবং ৫০০ সিসির ৪১ হাজার ৩৪৫ পিস স্যালাইন মজুত রয়েছে বলে জানান পরিচালক ডা. বাসুদেব।

সর্বশেষ