৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

বরিশাল চুরি হওয়ার এক ঘণ্টার মধ্যে নবজাতক উদ্ধার করলো পুলিশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :::: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুরি হওয়া নবজাতক শিশু ইমাম মাহাদীকে এক ঘণ্টার মধ্যে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় শাহিনুর বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগ থেকে চুরি হয় শিশুটি।

বুকের ধনকে পেয়ে খুশি স্বজনরা। হাসপাতালে শিশু চুরি ঠেকাতে নিরাপত্তা জোরদারসহ অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলা হয়েছে।

পাইপ কারখানা শ্রমিক হেলাল বেপারী ও কাকলীর প্রথম সন্তান ইমাম মাহাদী। তারা নগরীর কাউনিয়া বিসিক রোডের বাসিন্দা। মঙ্গলবার দুপুর ২টায় হাসপাতালে জন্মগ্রহন করে শিশুটি।

স্বজনরা জানান, একদিন বয়সী মাহাদীকে ঘুমন্ত মায়ের কাছে রেখে গোসলে যান ফুফু। ফিরে এসে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তাৎক্ষণিক পুলিশকে খবর দেয় স্বজনরা। দুপুর ১টার দিকে ট্রিপল নাইনে খবর আসে নগরীর আমানতগঞ্জ এলাকায় এক নারী সন্দেহজনক আচরণ করছে শিশু নিয়ে। পরে পুলিশ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ লোকমান বলেন, দুপুরে আমরা খবর পাই হাসপাতাল থেকে একটা নবজাতক চুরি হয়েছে। এরমধ্যে ৯৯৯ থেকে ফোন আসে ফাঁড়ির পাশে আমানতগঞ্জ পার্কের সামনে এক মহিলাকে স্থানীয়রা শিশুসহ ধরেছে। পরে শিশু ও মহিলাকে কোতোয়ালি থানায় নিয়ে আসি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বলেন, আমানতগঞ্জ পানির ট্যাংকি এলাকা থেকে মাসুম নামে এক ব্যক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ সদস্যরা। তখন ওই শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া নারী শাহিনুর বেগমকেও আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

হাসপাতালের সিনিয়র নার্স রাবেয়া আক্তার বলেন, আমাদের কোনো গাফিলতি নেই। হাসপাতালে সিসি ক্যামেরা ও নিরাপত্তা কর্মীর অভাব আছে। তাই বার বার এমন ঘটনা ঘটছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বার বার বালার পরও কোনো সুরাহা হচ্ছে না।

সর্বশেষ