৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

বরিশাল নগরীতে গরু চুরির হিড়িক, রাত জেগে পাহারা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীল রুপাতলী এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে। প্রতিনিয়ত চুরি হচ্ছে লোকজনের গৃহপালিত গরু। সম্প্রতি ৭টি গরু চুরি হয়েছে। এতে করে গরু পালনকারী ও খামারীরা রাত জেগে পাহারা দিচ্ছেন তাদের গরু। স্থানীয় সূত্রে জানা গেছে, রুপাতলী এলাকার উকিল বাড়ী সড়কের বাসিন্দা মতলেব হাওলাদারের ২টি , খলিল মেম্বরের ১টি ও পাশ্ববর্তি বসুন্ধারা হাউজিংয়ের খামারি মনজুর ৪টি গরু চুরি হয়েছে। এ চোরের দল রাতে পিকআপ নিয়ে এসে গোয়াল থেকে গরু বের করে পিকআপে করে অল্প সময়ের মধ্যে নিরাপদ স্থানে নিয়ে যায়। বর্তমানে যারা গরু এবং গাভী পালন করে জীবিকা নির্বাহ করছেন তারা রাত জেগে তাদের গরু পাহারা দিচ্ছে এবং দুশ্চিন্তায় দিনাতিপাত করছে। একটি সংঘবদ্ধ দল গরু চুরির এ কাজ করে চলেছে। তাছাড়া গরুর বর্তমান দাম বেশি হওয়ায় চুরির তৎপরতাও বেড়ে গেছে। সূত্রটি আরো জানায় , রুপাতলীর একসময়ের চিহ্নিত চোর আমির আলী গরু চুরির দলনেতা হিসেবে কাজ করছে । আমির আলী বেশ কয়েক বছর চুরি ছেড়ে অন্য পেশায় যুক্ত ছিল । গত কয়েক মাস ধরে ফের পুরনো পেশায় জড়িয়ে পড়েছে । ফলে রুপাতলীর বিভিন্ন সড়কে গরুসহ বসতঘরে হানা দিয়ে মালামাল লুটে নিচ্ছে চোরচক্র । এর আগে ঐ এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনায় কারাভোগ করে ছিলো আমির আলী । উকিল বাড়ী সড়কের বাসিন্দা মতলেব হাওলাদার জানান, তিনি গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতেন। তার গাভীটি চুরি করে নেয়ায় তিনি এখন তার সংসার চালাতে পারছেন না। খলিল মেকার জানান, আমার ধারনা পিকআপে করে গরু চুরি করে নিয়েছে। থানা পুলিশের ভ্যান প্রতিনিয়ত টহল দিচ্ছে। এর ভিতরে চোররা গরু চুরি করে নিয়ে যাচ্ছে । কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নরুল ইসলাম জানান, গরু চুরির ঘটনাসমূহ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সর্বশেষ