৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

বানারীপাড়ায় একের পর এক গরু চুরি, খামারীদের মাথায় হাত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় একের পর এক গরু চুরির ঘটনায় ঘটছে। এতে দিশেহারা ও সর্বস্বান্ত হয়ে পড়ছেন খামারীরা। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই গরু চুরি ঘটনা ঘটলেও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার কিংবা গরু উদ্ধার করতে পারছে না পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের ( বোর্ড স্কুল সংলগ্ন) মাহফুজুর রহমান লিটন মৃধার “আল-এহ্সান ডেইরী ফার্ম” হতে বিদেশী জাতের ৬ টি বিশালাকার গরু চুরি হয়ে যায়। আল-এহ্সান ডেইরী ফার্ম মালিক মাহফুজুর রহমান লিটন মৃধার আয়ের একমাত্র অবলম্বন ফার্মের ৭ টি গরুর ৬ টি চুরি হয়ে যাওয়ায় সে পাগলপ্রায়। সে নিজের সকল পূজি ব্যয় করে নিজে ফার্মে দিন রাত পরিশ্রম করে পরিচর্যা করে আসছিলেন। চুরি হয়ে যাওয়া ৬ টি গরুর ৩ টি কালো ফাকরা গাভী, ২ টি কালো ফাকরা বাছুর, আর ১ টি বড় খয়েরী গাভী ছিল। পরিতাপের বিষয় ওই ৬ টি গাভীর ২ টি গর্ভবতী ছিলো আর ২ টি দুগ্ধ গাভী ছিলো। বাকী ২ টি ছিল বাছুর তাও বিশালাকার । কান্নাভেজা কন্ঠে লিটন মৃধা বলেন আমি রাত ১ টা পর্যন্ত ফার্মে কাজ করেছি। যখন কাজ করে যাই তখন আমি ৭ টি গরু শক্ত করে বেধে দরজায় তালা লাগিয়ে যাই। দুর্বৃত্তরা যে গরুটি চুরি করতে পারেনি সেটি কিছুটা হিংস্র প্রকৃতির। তারপর সেই গাভীরও দড়ি কাটার চেষ্টা করা হয়েছে। তার ধারণা চোরেরা গরুগুলোকে ট্রাকে করে ঝালকাঠির দিকে চলে যায় । পূর্ব শত্রুতার জের ধরে তাকে সর্বস্বান্ত করার জন্য পরিকল্পিতভাবে গাভী গুলো চুরি করা হয়েছে বলে তার ধারণা। চুরি হয়ে যাওয়া ৬ টি গরুর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এদিকে কিছুদিন পূর্বে পৌর শহরের ২ নং ওয়ার্ডের মনিরুজ্জামান লালের বিশালাকৃতির দুটি গাভী ও উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের কৃষক ইয়ার হোসেনের একটি ষাড় গরু রাতে আঁধারে চুরি হয়ে যায়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গরু চুরি খবর পাওয়া গেছে। সংঘবদ্ধ একটি চক্র এসব গরু চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে। এক এলাকার গরু চুরি করে দূর পথের অন্য এলাকায় বিক্রি করায় এরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। চুরি করা সিংহভাগ গরু নৌ-পথে ট্রলারে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন সংঘবদ্ধ এ চক্রটিকে চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ