৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

বাবুগঞ্জে প্রধান শিক্ষকের হাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা লাঞ্ছিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ভূমি সংক্রান্ত কাজে অবৈধ অর্থ দাবী করার অভিযোগে দেহেরগতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা(তহসিলদার) হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করেছেন স্থানীয় রাকুদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। ঘটনাটি ঘটেছে সোমবার দুপরে দেহেরগতি ইউনিয়ন পরিষদের ২য় তলায়। এসময় তহসিলদার হুমায়ুন জনতার হাতে হামলার শিকারও হয়েছে। তাছাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার চেয়ারের আঘাতে স্থানীয় সেবা প্রত্যাশী সেলিম ফকির নামের একজন হাতে আঘাত পেয়ে চিকিৎসা নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় হালায় ভূমি কর্মকর্তার মাথা ফেটে রক্তাক্ত হয়। হামলার পর স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখলে ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান পরিস্থিতি সামাল দিয়ে নিরাপদে সরিয়ে নেয় ভূমি কর্মকর্তা হুমায়ুন কবিরকে। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান বলে জানাগেছে । দেহেরগতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা(তহসিলদার) হুমায়ুন কবির বলেন, রাকুদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান ১২ অক্টোবর রাকুদিয়া মৌজার ক্রয়ক্রিত জমির দাখিলা গ্রহন করেন। ঘটনার দিন বৃহস্পতিবার পুনারায় তিনি একই জমির দাখিলা গ্রহন করতে আসলে আমি তাকে বলি আগামী পহেলা বৈশাখ করে দিতে পারবো বলে। তখন তিনি আমাকে গালিগালিাজ করে চলে যায়। পরে স্থানীয়দের নিয়ে এসে হামলা করে আমার মাথা ফাটিয়ে দেয়। রাকুদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, আমার বিদ্যালয়ের জমি সংক্রান্ত কাজে গেলে সময় ক্ষেপন করে খারাপ আচারন করে। ভূমি সংক্রান্ত অনলাইনের কাজে নির্ধারিত ফি’র অধিক টাকা দাবি করে। অনৈতিকভাবে অর্থ দাবী ও খারাপ আচারনে উত্তেজিত সেবা প্রত্যাশিদের সাথে হাতাহাতি হয় তহসিলদারের। এসময় উভয় পক্ষের লোক আহত হয়। ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান বলেন, সেবাপ্রত্যাশিদের সাথে তহসিলদারের হাতাহাতির খবর পেয়ে তাকে নিরাপদে সরিয়ে নেই এবং উত্তেজিত পরিস্থিতি শান্ত করি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আহত হুমায়ুন কবির কে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হামলার ঘটনায় উর্দ্ধতনদের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ