৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবি’র ২৩ শিক্ষক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের ২৩ জন শিক্ষকের নাম স্থান পেয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।ওয়েব সাইটে দেয়া তথ্যে জানা গেছে, তালিকায় স্থান পেয়েছে বিশ্বের ২০৬ টি দেশের সাত লাখ আট হাজার ৫৬১ জন গবেষক। যেখানে স্থান করে নিয়েছে বাংলাদেশের এক হাজার ৭৯১ জন গবেষকও। এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২ ক্যাটাগরিতে সকল গবেষকদের ভিন্ন ভিন্নভাবে ভাগ করা হয়েছে। এ তালিকায় স্থান পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ক¤িপউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান, এগৰকিালচার বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ড. আব্দুল কাইউম, ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ফিসারিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ড. ফেরদৌস আহমেদ, এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. নেছার উদ্দিন আহমেদ, প্ল্যান্ট প্যাথলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. শাহ মোঃ আশরাফুল ইসলাম, অ্যানিমেল সায়েনস ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মেডিসিন সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডা. দিব্যেন্দু বিশ্বাস, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডা. মিল্টন তালুকদার, ফিসারিজ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, এগৰকিালচারাল বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ মায়নুল হাসান, এগৰোনোমি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ শামীম মিয়া, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ডা. ফারজানা ইসলাম রুমি, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজির প্রফেসর ডা. মোঃ আহসানুর রেজা, অ্যাকুয়াকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. এস.এম. তাওহিদুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক কায়েশ, মেডিসিন সার্জারী অ্যান্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডা. মোঃ সেলিম আহমেদ, এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ মহসীন হোসেন খান এবং একই ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের নাম। উক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তালিকায় ১ম স্থানে রয়েছেন প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বাংলাদেশের মধ্যে ২৪ তম স্থানে রয়েছেন তিনি। এডি সায়েন্টিফিক ইনডেক্স রযাংকটি গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষনার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের উপর ভিত্তি করে প্রকাশ করেছে।

সর্বশেষ