৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
চাঁদপুরায় গণকের কথায় খলিলের মাংসের দোকানে তালা দিয়েছে মেম্বার ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ এশিয়ার অন্যতম বৃহৎ বৃদ্ধাশ্রম "হেনরীর ভুবন" এর উদ্বোধন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা, দীপু মনি এমপি ঝালকাঠিতে র‌্যাবে হাতে সুজন হত্যা মামলার আসামি বাবা-ভাই গ্রেপ্তার গৌরনদীতে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা দিলুসহ রক্তাক্ত জখম-৫ কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১ উজিরপুরে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু উজিরপুরে জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরণ করেন - রাশেদ খান মেনন এম পি পাথরঘাটায় সুপেয় পানির তীব্র সংকট, মেপে পানি পান করতে হয় বাসিন্দাদের কলাপাড়ায় মাছ চুরি করতে দেখে ফেলায় যুবককে কুপিয়ে জখম

বরগুনায় গাঁজা গাছসহ ব্যবসায়ী আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :: বরগুনার বেতাগীতে গাঁজা গাছসহ এক কারবারিকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮। বৃহস্পতিবার বিকাল ৪টায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়ামজুমদার গ্রামের (খোলা মাঠ সংলগ্ন) স্থানীয় বাসিন্দা মৃত গৌরঙ্গ সরকার এর ছেলে নেপাল সরকার (৫৫) এর আবাদী পানের বরজের মধ্য থেকে ১৫টি গাঁজা গাছসহ ওই পানের বরজের মালিক নেপালকে আটক করেন র‌্যাব।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএনভিআর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গাঁজা চাষী, ব্যবসায়ী এবং সেবনকারী নেপাল সরকার (৫৫) কে ১০ সদস্যের একটি টিম চাষকৃত গাঁজা গাছসহ আটক করেন যেখানে ১৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার ৮টি গাছের উচ্চতা ৮.৯ ইঞ্চি, ৩াট গাছের উচ্চতা ৭.৫ইঞ্চি, ২টি গাছের উচ্চতা ৫.২ইঞ্চি এবং অপর ২টি গাছের উচ্চতা ০৫ফুট। যার মোট ওজন ৬ কেজি ৮০০ গ্রাম।

তিনি আরো জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে পেশায় একজন রাজমিস্ত্রী হলেও গাঁজাই তাদের প্রকৃত ব্যবসা। তিনি নিজে গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে এই গাঁজা গাছগুলো অতি গোপনে চাষ করে আসছিলেন।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, আটককৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ বরগুনার বেতাগী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পটুয়াখালী র‌্যাব-৮ বাদী হয়ে বেতাগী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪/৩.৬.২১)।

 

সর্বশেষ