৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ভোলায় করোনা যুদ্ধে ৪ ফ্রন্ট লাইন যোদ্ধা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ঈমন, ব্যুরো চীফ, ভোলা। 

গল্পের পেছনে গল্প থাকে। সেই গল্পের আবার নায়ক থাকে। সে নায়ক গুলোকে হয়তো আমরা অনেকেই চিনি না কারন তারা কখনো নিজেদের প্রচার করতে আগ্রহী নয়। করোনা যুদ্ধের এ সম্মুখ যোদ্ধাদের মধ্যে অন্যতম নমুনা সংগ্রহকারীরা যারা সরাসরি রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে । নমুনা সংগ্রহ করার সময় আক্রান্তের ঝূকি সর্বোচ্চ। তারপরেও তারা তাদের দায়িত্ব ও দেশপ্রেম থেকে করোনা যুদ্ধে শামিল হয়ে প্রথম থেকে নমুনা সংগ্রহ করে যাচ্ছে। ছবিতে দেখা মানুষগুলো ভোলা ২৫০ শয্যা হাসপাতালের করোনা শনাক্তের নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ। যারা সবাই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত।

মোঃ শাহজামান সোহেল। ২৫০শয্যা জেনারেল হাসপাতাল ভোলা এর মেডিকেল টেকনোলজিষ্ট হিসেবে শুুরু থেকেই নমুনা সংগ্রহ করছেন। সোহেল ল্যাবরেটরী মেডিসিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছেন। কোন কোয়ারান্টাইন পান না। প্রতিদিনই ডিউটি করতে হয়। বিগত আড়াই মাস ধরে বাসায় যান না।কিছু দিন হোটেলে ছিলেন।এখন হোটেল ভাড়া বরাদ্দ না থাকায় হাসপাতালের রুমেই থাকছেন।

মেহেদী হাসান। ২৫০ শয্যা হাসপাতাল ভোলা এর মেডিকেল টেকনোলজিস্ট (প্রেষনে)। মেহেদি হাসান ল্যাবরেটরী মেডিসিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছেন। কোন কোয়ারান্টাইন পান না। প্রতিদিনই ডিউটি। বিগত আড়াই মাস ধরে বাসায় যান না।কিছু দিন হোটেলে ছিলেন।এখন হোটেল ভাড়া বরাদ্দ না থাকায় হাসপাতালের রুমেই থাকছেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের দায়িত্ব রেখে কিছু মানুষ যখন পালিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে এসেছেন দুজন মেডিকেল টেকনোলজিস্ট। যারা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভোলায় রোগীদের কাছ থেকে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ করছেন। একজন আব্দুর রাজ্জাক রাজু মেডিকেল টেকনোলজিস্ট। যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ল্যাবরেটরী মেডিসিনে বিএসসি করেছেন। অপর জন হাসাবুল হাসান মেডিকেল টেকনোলজিস্ট। তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ল্যাবরেটরী মেডিসিনে বিএসসি করেছেন।
করোনা শনাক্তের নমুনা সংগ্রহকারী এ সাহসী যোদ্ধাদের প্রতি রইল হাজারো সালাম।

সর্বশেষ