৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলা, গ্রেফতার ১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক বিরোধের জেরে ছাত্রলীগ সহ-সভপতি আজাদুল হককে পিটিয়ে মারাত্মক জখম করায় দায়েরকৃত মামলায় এজাহারভূক্ত আসামী রাজু (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে গ্রেপ্তারকৃত রাজুকে সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তার কৃত রাজু উপজেলার নাপিতখালী গ্রামের শাহজাহান খাঁর ছেলে।

পুলিশ জানান, মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভপতি আজাদুল হককে রাজনৈতিক বিরোধের জেরে ছাত্রদলের নেতা ইমরানের নেতৃত্বে রুবেল, রাসেল, ফেরদৌস, রিয়াজ, আলী হায়দার, নূর হোসেন, সফি, রাজু, ইউসুবসহ আরও ৫ সন্ত্রাসী লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় আহত আজাদুল হক বাদি হয়ে শনিবার রাতে ছাত্রদলের নেতা ইমরান (২৫) কে প্রধান আসামী করে ১০ জন নামীয় ও অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করে। রোববার রাতে রাজুকে গ্রেফতার করা হয়।

মামলালার তদন্তকারি কর্তকর্তা মঠবাড়িয়া থানার এসআই জাফর জানান, গ্রেপ্তারকৃত রাজুকে সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। পাশাপাশি অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

সর্বশেষ