৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মনপুরায় অস্ত্রসহ গরু চোর চক্রের ৪ সদস্য আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় দেশিয় অস্ত্রসহ গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরীর গরু চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চোর চক্রের সদস্যদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি রাম দা, ১ টি বগি দা ও চার টি ছুরি উদ্ধার করা হয়। ঢাল চরের গহীন কেওড়া বনে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাইদ আহমেদের নের্তৃত্বে এসআই লুৎফর, এসআই খালেক, এসআই শ্রীকান্তসহ পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ঢালচরের কেওড়া বন থেকে চোর চক্রের সদস্যদেরকে আটক করা হয়।

আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন, মোঃ সাখাওয়াত (২৮), শাহিন (২৩, করিম (২২), ফিরোজ (৩৫)। আটককৃত সবাই উপজেলার ১ নং ইউনিয়নের কুলাগাজীর তালুক ও চর কলাতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ১ নং ইউনিয়নের ঢালচর গ্রামের বাসিন্দা জ¦ালানী ও বিদ্যুৎ মন্ত্রনালয়ের সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরীর খামার বাড়ি থেকে ৪ টি গরু চুরি হয়। থানায় অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় চোরদের অবস্থান শনাক্ত করে উপজেলার ঢালচরের গহীন কেওড়া বনে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্যদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোর চক্রের সদস্যরা সাধারন জিজ্ঞাসাবাদে সাবেক সচিবের ৪ টি গরু চুরির কথা পুলিশের কাছে স্বীকার করে। তারা আরও জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে রামনেওয়াজ সী-ট্রাক ঘাট থেকে প্রথমে ৫ জন সংঘবদ্ধ হয়ে একটি ট্রলার নিয়ে চর কলাতলীতে যায়। সেখান থেকে আরও ৬ জন একত্রিত হয়ে মোট ১১ জন সংঘবদ্ধ হয়ে ঢাল চরে গিয়ে সাবেক সচিবের খামার বাড়ি থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যায়।

এছাড়াও দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন কৃষকদের গরু চুরি হয়ে আসছিলো। ইতিপূর্বে থানায় এসে ২৯ জন কৃষক ৭০ টি গরু চুরির অভিযোগ দাখিল করেন। তবে আটককৃত চোর চক্রটি কৃষকদের গরু চুরির সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, সাবেক সচিবের খামার বাড়ি থেকে গরু চুরি হওয়ার অভিযোগ পেয়ে আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করে ঢালচরের কেওড়া বন থেকে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। পলাতক বাকী চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ