৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

মনপুরায় জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা উপজেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন চরাঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুৎ চালুর কাজ চলছে। কিন্তু অন্যান্য উপজেলার ছোট ছোট চরগুলোতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ গেলেও ভোলা জেলার একমাত্র দ্বীপ উপজেলা মনপুরার দেড় লাখ মানুষ বঞ্চিত হচ্ছে এই বিদ্যুৎ সুবিধা থেকে।

যার ফলে দীর্ঘদিন ধরে ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবিতে প্রতিবাদ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় বিদ্যুতের দাবি রূপ নিয়েছে গণ আন্দোলনে।

অবশেষে ভোলার মনপুরায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবি, চাকরিজীবি, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই মানববন্ধনে হাজারো মানুষের ঢল নামে। মানববন্ধনে ৩০ টাকা ইউনিটের সোলারগ্রীড বিদ্যুৎ বন্ধ করে সাবমেরিন কেবলের মাধ্যমে সরকারি জাতীয় গ্রীডের বিদ্যুৎ চালুর দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে মনপুরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

এদিকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুৎ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান “মনপুরারয় জাতীয় গ্রীডের বিদ্যুৎ চাই” বাস্তবায়ন কমিটি।

সর্বশেষ