৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

মাদক কারবারিদের হামলায় ৪ পুলিশ অফিসার আহতঃ ফেন্সিডিলসহ আটক-৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।।  পুলিশ মাদক উদ্ধারে গিয়ে মাদককারবারিদের হামলার শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশের ৪জন অফিসার আহত হয়। আহতরা হলেন এসআই মাহমুদুল হক, এএসআই মোহাম্মদ শাহিন, এএসআই মামুন আলী ও এএসআই ইদ্রিস আলী। শনিবার (৮ই মে) সন্ধ্যা সাড়ে ৬টার সময় চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ সময় ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা চুয়াডাঙ্গার হলো দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলী (৫২), হাসেম আলীর ছেলে খায়রুল ইসলাম (৩২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাকিম (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শনিবার সন্ধ্যায় দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফেন্সিডিলসহ ওই গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলীকে আটক করে পুলিশ। এ সময় হাসেম আলীর ছেলে খায়রুল ইসলাম এবং একই গ্রামের আব্দুল হাকিমসহ আরও অজ্ঞাত বেশ কয়েকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আসামি হাসেম আলীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুনরায় সেখানে অভিযান চালিয়ে ২৬ বোতল ফেন্সিডিলসহ তিন আসামিকে আটক করে এবং আহত পুলিশ অফিসারদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার জন্য দায়ী অন্য আসামিদের আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ