৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বড়বলদিয়া সীমান্তবর্তী এলাকায় অবস্থানকালে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। রবিবার (৫ই ডিসেম্বর) রাত সাড়ে ১১টার সময় তাকে গ্রেফতার করে র‌্যাব৷ গ্রেফতারকৃত মোখলেছুর রহমান @ লাল্টু (৪০) মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ার মৃত সাইনুদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিনের ন্যায় গত ১৭ই অক্টোবর বেলা সাড়ে ৩টার সময় অভিযুক্ত মোখলেছুর রহমান @ লাল্টুর বাড়িতে তার মেয়ের সাথে খেলাধুলা করতে যায় পাঁচ বছরের এক শিশু কন্যা। এ সময় লাল্টুর মেয়ে বাড়িতে না থাকায় শিশুটিকে কলা/চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে লাল্টু। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে এ ঘটনা জানালে ভিকটিমের মা বাদি হয়ে মেহেরপুর জেলার গাংনী থানায় মোখলেছুর রহমান @ লাল্টুর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকে আসামি লাল্টু এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে।

মামলাটি শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। রবিবার রাতে আভিযানিক দলটি জানতে পারে যে, উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোখলেছুর রহমান @ লাল্টু ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বড়বলদিয়া সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। আভিযানিক দলটি উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়বলদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ