৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

সাংবাদিক প্রদীপ হত্যায় কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে কলাপাড়া সাংবাদিক ক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নীল রতন কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক গোফরান বিশ্বাস পলাশ, রিপোর্টার্স ক্লাব সভাপতি এসকে রঞ্জন, সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আমিন, সাংবাদিক রাসেল কবির মুরাদ, রাসেল মোল্লা, ওমর ফারুক, ইমন আল আহসান ও নিহত প্রদীপের ভাই মনিরুল ইসলাম টুটুল।
গত রোববার (৫জুন) রাত দেড়টার দিকে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে পুলিশ প্রদীপের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৬ জুন রাতে নিহতের স্ত্রী জিনিয়া আক্তার প্রদীপের সেজভাই ভাই সোহাগকে প্রধান আসামী করে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার চারদিন অতিবাহিত হলেও এ হত্যায় জড়িত কোন ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দৈনিক গণকন্ঠ পত্রিকায় কাজ করতো। সাংবাদিকতার পাশাপাশি সে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলো। এ নিয়েও পার্টনারদের সাথে তার বিরোধ চলছিলো। এছাড়া পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই সোহাগের সাথে বিরোধ চলছে গত ঈদের পর থেকে। ঘটনার রাতে সোহাগের সাথে কথা বলতে বলতে বাসা থেকে বের হয় প্রদীপ। রাতে তার মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে সোহাগ।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, প্রদীপ হত্যায় যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেফতার করা হোক। একইসাথে এ হত্যা কান্ডের সঠিক কারন অনুসন্ধানের দাবি করেন।

সর্বশেষ