৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখছেন নারীনেত্রী সালমা জাহান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
নারী আন্দোলন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল, নারীর সমতা ও সমাজ উন্নয়নে অবদান রেখেছেন নারী নেত্রী সালমা জাহান। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন তিনি। পেশায় তিনি একজন সমাজসেবী । পটুয়াখালীর দশমিনায় অবহেলিত নারী ও বুদ্ধি প্রতিবন্ধীদের জন্যে সার্বক্ষনিক কাজ করছেন। পারিবারিক কলহে অসহায় নারীদের আইনী সহায়তা প্রদান, দরিদ্র নারীদের ভাগ্য পরিবর্তনে তার ভূমিকা অসামান্য।
জানা যায়, সালমা জাহান উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবহেলিত নারীদের জীবন বদলে দিতে সক্ষম হন। তার প্রচেষ্টায় সরকারি বেসরকারি প্রশিক্ষণ গ্রহণ করে উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় শতাধিকের বেশী নারী নিজের জীবন বদলাতে সক্ষম হন। এছাড়াও উপজেলায় পাঁচ শতাধিকেরও বেশী নারী প্রশিক্ষিত হয়েছেন সালমার উদ্যোগে।
দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধি দল তার এসব কাজের ভূয়সী প্রশংসা করেছেন। সমাজের বিভিন্ন উন্নয়ন ও প্রতিবন্ধীদের সেবায়ও নিয়োজিত রয়েছেন এই নারী নেত্রী। এছাড়াও তিনি উপজেলা তরঙ্গ খেলাগল আসরের পরিবেশ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সালমা জাহান পটুয়াখালী জেলার রাঙ্গাবালি সরকারি কলেজের মহিলা ভিপি ছিলেন। ২০১০ সালে জেলার দশমিনায় এসে উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকান্ডে অংশ গ্রহন করেন। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনয়ন মহিলা লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি পটুয়াখালি সরকারি কলেজে মাস্টার্স প্রথম বর্ষে অধ্যায়নরত রয়েছেন।
এ বিষয়ে সালমা জাহান বলেন, আমার লেখাপড়ার পাশাপাশি স্বামী সংসার ত্রবং অবহেলিত নারী ও বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি আর এ কাজ করতে আমার ভালো লাগে। আমার এ কাজে পরিবারের সবাই আমাকে উৎসাহীত করছেন।

সর্বশেষ