৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

সেই ঈদ গেল কই ?

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জাকিরুল আহসান।।
‘ঈদের আনন্দ আগের মতো আর নেই, কেমন যেন রসহীন’ এমন আলোচনা অনেকের মুখে শোনা যায়। এটা কি বয়সের কারণে, নাকি সত্যি সত্যি-ই আনন্দ নেই? নাকি বদলে গেছে ঈদ উদযাপনের ধরন? গত একযুগ আগেও কই না আনন্দ হতো ঈদে।
বিকেল থেকেই শিশু-কিশোর-যুবক বাড়ির সামনে হাজির। সবার অপেক্ষা কখন চাঁদ উঠবে। চাঁদকে এক পলক দেখতে আকাশে তাকিয়ে থাকা। হঠাৎ চিৎকার চাঁদ উঠেছে কাল ঈদ, চাঁদ উঠেছে কাল ঈদ। পুরো বাড়িতে হইচই। এখন চাঁদ দেখা হয় কিন্তু অতো ঘটা করে নয়। টিভির পর্দায় নজর যেন বেশি থাকে।
ভোরে ঘুম থেকে উঠেই সবাই সবান-গামছা নিয়ে পুকুর ঘাটে হাজির। লাইন পড়ে যেত গোসল খানায়। এরপর সবাই নতুন পোশাক পড়ে বের হয়ে যেত ঈদগাহে। শিশুরা কার পোশাক কেমন তা নিয়ে মেতে উঠতো। কারণ ঈদের জামা লুকিয়ে রাখা হতো। ঈদের দিন সকালে ছাড়া বের করা হতো না।
গ্রামের রাস্তাগুলোতে ঈদগাহের দিকে শিশু-কিশোর ও বয়ষ্কদের শ্রোত দেখা যেতো। পুরো গ্রামজুড়ে ঈদগাহ ছিলো ১টি বা ২টি।অনেক মানুষের সমাগম হতো ঈদের জামাতে। এখন বলতে গেলে মসজিদে মসজিদে ঈদের জামাত হয়। তাই অধিকাংশ ঈদগাহের সেই ঐতিহ্য হারিয়ে গেছে।
ঈদের দিন গ্রামের রাস্তাজুড়ে হরেকরকম দোকান বসতো। চটপটি, ফুসকা, খেলনা আর নানান খাবারের দোকানে ভির জমে যেত। লটারির আকর্ষণ ছিলো অন্যতম। চর্কা ঘুরিয়ে লটারি জেতা শিশুদের ছিলো অন্যরকম আগ্রহ। চারদিকে বাশির প্যাঁ-পো শব্দ জানান দিতো আজ ঈদ। এখন আর সেই দোকান বসা আর বাশির আওয়াজ তেমন একটা শোনা যায় না। কেমন যেন পানসে একটা অবস্থা। ঈদ আছে, ঈদের কেনাকাটা আছে, আছে ঈদের জামাত। কিন্তু আমার ছোটবেলার সেই ঈদ গেল কই?

সর্বশেষ