৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

`বিএমটিএ‘ এর ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্সের (বিএমটিএ) ১০১ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মো. ইলিয়াছ হোসেনকে (ইলু) সভাপতি এবং মহাসচিব করা হয়েছে মো. শামীম শাহকে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মলয় বিশ্বাসকে।
শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্সের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে কাউন্সিল গঠন এবং জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানটিতে এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মো. শেখ শহীদ উল্লাহ, স্বাচিপ সহ-সভাপতি ডা. মো. মোশাররফ হোসেন খন্দকার, সাংগঠনিক সম্পাদক ডা. এএইচ আফজালুল হক রানা, বিএমটিএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন খাঁন।
এসময় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সবার উপস্থিতিতে সভাপতি, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনের নাম ঘোষণা করেন। একইসঙ্গে দ্রুততম সময়ে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেন।

পূর্ণাঙ্গ কমিটি নিম্নরুপ-

সভাপতি- মো. ইলিয়াছ হোসেন (ইলু)

সহ-সভাপতি- মো. গোলাম রসুল স্বপন, হারুন অর রশিদ (আরওঙ্গ), এম কে পারভেজ, মোহাম্মদ খালেদ মোছান্না, আশিষ কুমার হালদার, এসএম রেজা কামাল, এএইচএম আতাউর রহমান (মানিক), আবু সাইদ, আব্দুর রাজ্জাক, জুয়েল পাল।

মহাসচিব- মো. শামীম শাহ, যুগ্ম মহাসচিব- মো. সুজন মিয়া, জিসান হাওলাদার, মো. গোলাম মোস্তফা।

সাংগঠনিক সম্পাদক- মলয় বিশ্বাস, মো. লিমন হোসেন (ঢাকা বিভাগ), এসএম রাকিবুল হাসান (বরিশাল বিভাগ), মারুফ আহম্মেদ (সিলেট বিভাগ), সাব্বির হোসেন (রাজশাহী বিভাগ), শংকর চৌধুরী (চট্টগ্রাম বিভাগ), মিজবাহ উদ্দিন আহমদ নিঝুম (ময়মনসিংহ বিভাগ), শিশির বর (খুলনা বিভাগ), আতাউল গনি (রংপুর বিভাগ)।

কোষাধ্যক্ষ- মো. ফেরদৌস শেখ, সহ-কোষাধ্যক্ষ- মো. জমির উদ্দিন, দপ্তর সম্পাদক- ফরহাদ হোসেন, সহ দপ্তর সম্পাদক- সুমন শিকদার, প্রচার সম্পাদক- মো. এইচএম সুমন বাপ্পা, সহ প্রচার সম্পাদক- মনিরুল সালেহীন

এছাড়াও কমিটিতে সর্বমোট ৬৯ জনকে বিভিন্ন সম্পাদক পদ এবং ৩২ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

সর্বশেষ