বরিশাল বাণী: লুৎফুন্নাহার নূরানী ও হাফিজীয়া মাদ্রাসায় দানকৃত জমির দলিল মাদ্রাসার সভাপতি আমীর হোসেন তালুকদারের কাছে হস্তান্তর করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা তিনটায় বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের মতাশার এলাকায় অবস্থিত ওই মাদ্রাসার দানকৃত জমির দলিল হস্তান্তর হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.গোলাম কবীর বাদল, বিসিসি’র ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, চরবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু, পুরানপাড়া হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সোলেমান, লুৎফুন্নাহার নূরানী ও হাফিজীয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।