৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

শেশম্যানিয়া ব্যাধিতে আক্রান্ত হচ্ছে ইসরাইলি সৈন্যরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: গাজায় ইসরাইলি সৈন্যদের মাঝে ছড়িয়ে পড়ছে শেশম্যানিয়া ব্যাধি। রোববার (৩১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার আশপাশে অনেক ইসরাইলি সেনারা লেশম্যানিয়া ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। ইসরাইলি হাসপাতালের ডার্মাটোলজি ক্লিনিকগুলো কয়েক ডজন সৈন্যের মাঝে পরীক্ষা করে এই সন্দেহ করছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, লেশম্যানিয়া প্যারাসাইট ছোট বালিমাছির কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রামিত হয়। প্রতিটি কামড়ে ত্বকে বেদনাদায়ক প্রদাহ সৃষ্টি হয়। ওই প্রদাহ দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। যদি এর যথাযথ চিকিৎসা না করা হয়, তাহলে তা ত্বকে স্থায়ী দাগ ফেলে।
এদিকে, গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ৮২২ জনে উপনীত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন নিহত হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো ২৮৬ জন আহত হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২১ হাজার ৮২২ জনে উপনীত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৮ হাজার ৮০০ শিশু রয়েছে। আর আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে ৮ হাজার ৮৬৬ শিশু রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিমতীরে এখন পর্যন্ত ৩১৯ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৮৩টি শিশু রয়েছে। এছাড়া আরো ৩ হাজার ৮০০ জন আহত হয়েছে।
সূত্রটি জানিয়েছে, গাজা যুদ্ধে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ