৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

বরিশালের গর্ব সাংবাদিক ‌’অজয় দাশ গুপ্ত’ পাচ্ছেন একুশে পদক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণীঃ মুজিব জন্মশতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশালের আগৈলঝাড়ার গৈলা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, কলামিস্ট ও সাংবাদিক অজয় দাশ গুপ্তকে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একুশে পদক পাওয়া সাংবাদিক অজয় দাশ গুপ্ত ১৯৫০ সালের ৯ মার্চ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি সত্যরঞ্জন দাশ গুপ্ত ও রেনুকা দাশ গুপ্তের মেঝ ছেলে। তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আশীষ দাশ গুপ্ত বরিশাল জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা দাশ গুপ্ত অসিম কুমার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর। তিনি ১৯৭১ সালের বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা। ৭০ দশকের শুরুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক “জয়ধ্বনি”র সম্পাদক ছিলেন। ১৯৭৫ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠিত জাতীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি ছিলেন ১৯৭৪ থেকে ১৯৭৬ পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদ ও রসায়ন বিভাগ ছাত্র সংসদের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগে খন্ডকালীন শিক্ষক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আর্থ সামাজিক বিষয়ের গবেষণা কাজে যুক্ত। তিনি মৃদুভাষী, বিভিন্ন টেলিভিশনের জনপ্রিয় মুখ। তার নিজের লেখা উল্লেখযোগ্য প্রকাশনা হলো, সাত দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি, একাত্তরের ৭১, একাত্তরের যাত্রী, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, গুজবের অর্থনীতি, বঙ্গবন্ধু হত্যাকান্ড প্রতিবাদের প্রথম বছর (নূহ-উল-আলম লেলিনের সঙ্গে যৌথ ভাবে), বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল, বঙ্গবন্ধু ও ছাত্র আন্দোলন, রাজনৈতিক পরিভাষা, অর্থের নীতি অর্থের নৈতিকতা, বাংলাদেশের অর্থনীতিসহ অনেক প্রকাশনা রয়েছে তার। বীর মুক্তিযোদ্ধা, কলামিস্ট ও সাংবাদিক অজয় দাশ গুপ্তকে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, গৈলা বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সাংবাদিক এস এম শামীম প্রমুখ।

সর্বশেষ