৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

নলছিটিতে নারীকে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় নারী কাঞ্চন বিবি(৪৮) কে পিটিয়ে হাত ভেঙে দিল প্রতিপক্ষ সন্ত্রাসীরা  বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার(১০জুলাই) সকাল ৭টায়  নিজ খান বাড়ির ভিতরে বসে এ  ঘটনা ঘটে। আহত কাঞ্চন বিবি ওই থানার ৯ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গোহাল কাঠি গ্রামের বাসিন্দা মোঃ বাবুল খানের স্ত্রী। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত সূত্রে জানা যায়, আহত স্বামী বাবুল খান প্রায় ১০/১২বছর যাবত ভাগিনার জমির পাশে সরকারি রাস্তার পাশে কলা গাছ লাগিয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে। ঘটনার আগের দিন নিজের লাগানো কলাগাছ থেকে এক ছড়া কলা কেটে আনে বাবুল খান। এ নিয়ে ওই  এলাকার মৃত মুনসুর আলীর ছেলে বাবুল খানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কলাগাছ তাদের বলে দাবি করে। এনিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে বাবুল খানের স্ত্রী কাঞ্চন বিবির উপরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মামুন খান, সুজন খান, সোহাগ খান, রোজিনা সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী হামলা চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করেন।
এ বিষয়ে আহত কাঞ্চন বিবি বলেন, বাড়ির জমা-জমি নিয়ে এ সন্ত্রাসীদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের বিরোধ চলে আসছিল।  হামলা পরেও বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এ নিয়ে আমি ও আমার পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছি। শেবাচিমে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করা হবে বলেও গণমাধ্যমকর্মীদের তিনি আরো জানান।

সর্বশেষ