৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ এশিয়ার অন্যতম বৃহৎ বৃদ্ধাশ্রম "হেনরীর ভুবন" এর উদ্বোধন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা, দীপু মনি এমপি ঝালকাঠিতে র‌্যাবে হাতে সুজন হত্যা মামলার আসামি বাবা-ভাই গ্রেপ্তার গৌরনদীতে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা দিলুসহ রক্তাক্ত জখম-৫ কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১ উজিরপুরে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু উজিরপুরে জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরণ করেন - রাশেদ খান মেনন এম পি পাথরঘাটায় সুপেয় পানির তীব্র সংকট, মেপে পানি পান করতে হয় বাসিন্দাদের কলাপাড়ায় মাছ চুরি করতে দেখে ফেলায় যুবককে কুপিয়ে জখম বরিশালে সরকারি বরাদ্দে উন্নয়ন কাজ শুরু করলেন মেয়র খোকন সেরনিয়াবাত

ত্রিশ গোডাউনে সার খালাসের সময় বস্তার আঘাতে শ্রমিকের মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের ত্রিশ গোডাউন এলাকায় কার্গো জাহাজ থেকে ইউরিয়া সার খালাসের সময় বস্তার আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ওই শ্রমিকের নাম জহির (৩৫)। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়।

জানা গেছে, আজ শনিবার সকালে নয়টার দিকে সুমইয়া-২ নামের কার্গো জাহাজ থেকে কাধে করে ইউরিয়া সার খালাস করছিল জহির। কার্গো জাহাজের সিড়ি থেকে নামার সময় ইউরিয়া সারের বস্তার আঘাতে গুরুতর আহত হয় জহির। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা বারোটায় জহিরের মৃত্যু হয়।

সুমইয়া-২ নামের কার্গো জাহাজের শ্রমিক বেল্লাল মোল্লা বলেন,‘ আজ সকালে নয়টার দিকে সুমইয়া-২ নামের কার্গো জাহাজ থেকে কাধে করে ইউরিয়া সার খালাস করছিল জহির। কার্গো জাহাজের সিড়ি থেকে নামার সময় ইউরিয়া সারের বস্তার আঘাতে গুরুতর আহত হয় জহির। পরে তাকে উদ্ধার করে শেবামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা বারোটায় জহিরের মৃত্যু হয়।’

এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই রিয়াজুল কবির জানান, ‘ওই শ্রমিকের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ