৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

শনিবার রাত দশটায় প্রচার হবে সুমন-প্রকৃতির ‘হলুদ খামের চিঠি’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

আজ শনিবার (১১ ডিসেম্বর) রাত ১০ টায় প্রচার হবে একুশে টিভিতে মেঘনা ইলেকট্রনিক্স নিবেদিত একক নাটক ‘হলুদ খামের চিঠি।রচনা করেছেন বরজাহান হোসেন আর নাটকটি পরিচালনা করেছেন তাজু কামরুল।ক্যামেরায় ছিলেন রুবেল মুন্সি।

‘হলুদ খামের চিঠি’ নাটকে অভিনয় করেছেন – এম,এ সালাম সুমন, মানসি প্রকৃতি, শফিক খান দিলু, ফারজানা জয়া, শাহ আলম সিকদার প্রমুখ।

গল্পে দেখা যাবে – রাইসা অপু সিদ্ধান্ত নিলো দুজন পালিয়ে বিয়ে করবে। সে রাতেই পালাবে দুজন সিদ্ধান্ত ফাইনাল। রাতের খাবার শেষে বাবা-মা যখন টিভির রুমে বসে আড্ডা দিচ্ছিলো চুপিচুপি ড্রয়ার খুলে বাবার বাংকের চেক বইটা নিলো রাইসা! গয়নার বাক্কুটা নিলো আলমারী খুলে! ক্যাশ টাকা নিলো যা ছিলো আলমারীতে! বাবা-মায়ের ছবিটা ব্যাগে ভরলো। যদি আর কোনদিন না ফেরা হয় এই বাড়িতে ছবিটা দেখে অনন্তত মনকে শান্তনা দিতে পারবে।

খুব সাবধানে বাড়ির মেইন দরজাটা খুলে বের হলো। বাইক নিয়ে আগেই অপু বাড়ির সামনে অপেক্ষা করছিলো। কাছে আসতেই অপু জিজ্ঞেস করলো সবকিছু নিয়েছো তো? রাইসা বললো হ্যাঁ নিয়েছি। খুব দ্রুত বাইক চালিয়ে রাইসাকে নিয়ে নিজ এলাকা ছাড়লো অপু। খানিকদুর গিয়ে রাইসা জিজ্ঞেস করলো কতক্ষন লাগবে তোমার বাসায় পৌছাতে? অপু বললো.. পান খানিকটা চেন্স করেছি। আপাতত এক বন্ধুর বাসায় উঠবো। কেন তুমি না বললে সরাসরি বাসায় উঠবে? বাসার সবাই আমাদের সম্পর্কের কথা জানে? উত্তরে অপু বলে.. জানে সেটা ঠিক, তবে রাতের বেলায় যাওয়া যাবে না। দিনের বেলায় যেতে হবে।এভাবে গল্পে নানান ঘটনা ঘটতে থাকে।

অভিনেতা সুমন বলেন, ‘হলুদ খামের চিঠি’ নাটকের গল্পটা একটু অন্য রকম। এক কথা ভালো একটা গল্পে অভিনয় করেছি। অভিনেত্রী মানসি প্রকৃতির সাথে অভিনয়ের রসায়নটা ভালো ছিলো।আশা করছি দর্শকরা ব্যতিক্রম কিছু পাবে।

পরিচালক তাজু কামরুল বলেন, অভিনেতা সুমন আমার কয়েকটা নাটকে অভিনয় করেছেন ‘হলুদ খামের চিঠি’ নাটকে খুবি ভালো অভিনয় করেছেন। নাটকের গল্প ও তাদের অভিনয়ে কাজটা ভালো কিছু হয়েছে। আশা করছি দর্শকরা নিরাশ হবে না।

সর্বশেষ